শীতার্ত ২৪০ জন কম্বল ও মশারি পেলেন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়। গতকাল যশোর শহরের জেল রোডে। ছবি: প্রথম আলো।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়। গতকাল যশোর শহরের জেল রোডে। ছবি: প্রথম আলো।

বরিশাল ও যশোরে শীতার্ত ২৪০ জন পেলেন কম্বল ও মশারি। প্রথম আলো ট্রাস্ট্রের উদ্যোগে ও সিটিব্যাংক এনএ-এর সহযোগিতায় গতকাল মঙ্গলবার এসব কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে।

বরিশাল নগরের উপকণ্ঠে পলাশপুর ও কেডিসি বস্তি এলাকায় ১৪০ জনের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়। এর মধ্যে দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পলাশপুর ৫ নম্বর ব্লকে হজরত শাহজালাল (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মশারি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক আলো রানী মজুমদার। বেলা তিনটায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে অপর অনুষ্ঠানে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ইনফ্রার পরিচালক ও প্রথম আলোর বরিশাল বন্ধুসভার উপদেষ্টা প্রকৌশলী মো. আমির হোসেন।

এ সময় প্রথম আলোর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক (সার্কুলেশন) মিজানুর রহমান উপস্থিত ছিলেন। কম্বল ও মশারি বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন প্রথম আলোর বরিশাল বন্ধুসভার সদস্যরা।