Thank you for trying Sticky AMP!!

খালেদা জিয়াকে রাখা হবে কেরানীগঞ্জের কারাগারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে রাখা হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। এই কারাগারে নারী বন্দীদের যেখানে রাখা হয় সেখানেই তাঁকে রাখা হবে।

খালেদা জিয়া এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন। সেখান থেকে চিকিৎসা শেষে তাঁকে কেরানীগঞ্জের কারাগারে নেওয়া হবে।

দুর্নীতির মামলায় সাজার রায় হওয়ার পর থেকেই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখা হয়।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে। মন্ত্রী বলেন, কেরানীগঞ্জের কারাগারে এতদিন নারী বন্দীদের রাখার জায়গা প্রস্তুত ছিল না। এখন তৈরি হয়েছে। এখন বিএনপির চেয়ারপারসনকে সেখানেই রাখা হবে।

আরও পড়ুন:
খালেদা জিয়া অসুস্থ হয়ে বিএসএমএমইউতে