Thank you for trying Sticky AMP!!

খুলনায় রোহিঙ্গা অনুপ্রবেশ ও ছেলে ধরার ঘটনা পুরোটাই গুজব

ক্যাপ: খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা। খুলনা, ১৯ মে। ছবি:

খুলনায় বাস্তবে কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেনি। রোহিঙ্গা ও ছেলেধারা-বিষয়ক যে ঘটনা এলাকাগুলোতে শোনা যাচ্ছে, সেটা পুরোটাই গুজব। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ রোববার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ওই আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, কয়েক সপ্তাহ ধরে খুলনার কয়েকটি এলাকায় রোহিঙ্গা ও ছেলেধরা নিয়ে গুজব ছাড়ানো হচ্ছে। এ গুজবের জেরে এসব এলাকায় অপরিচিত ব্যক্তি হলেই রোহিঙ্গা বা ছেলেধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলার ঘটনাও ঘটছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ও ছেলেধরা সম্পর্কিত সব ঘটনার পুরোটাই গুজব। এই গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য ওই সব এলাকার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন, কৃষি বিভাগের উপপরিচালক, সব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ( ইউএনও) কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

খুলনায় ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা