Thank you for trying Sticky AMP!!

চুরি হওয়া ১০ মাস বয়সী সেই শিশু উদ্ধার

কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রাম থেকে চুরি হওয়া মাসুদুর রহমান নামের সেই ১০ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাত আনুমানিক তিনটার দিকে নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মনোহরগঞ্জ উপজেলার কেশতলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি কেশতলা গ্রামের একটি মসজিদের পাশে কাঁদছিল। কান্নার আওয়াজ শুনে আশপাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। পরে শিশুটির পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। এরপর তাঁরা ছেলেটিকে নিয়ে যান। ছেলেটি অক্ষত ছিল।

শিশুটির মা সালমা বেগম বলেন, ‘বিবাহিত জীবনের ১৭ বছর পর আমার প্রথম সন্তান হয়েছে। তাকে চুরি করায় আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। তবে আল্লাহ আমার আর্তনাদ শুনেছেন। বুকের মানিককে ফিরে পেয়েছি।’

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, উদ্ধারের পরে শিশুটিকে আইনি প্রক্রিয়া শেষে মা–বাবার কাছে তুলে দেওয়া হয়েছে। কারা তাকে অপহরণ করেছিল, সেটি বের করার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য গত শুক্রবার রাত তিনটায় মায়ের পাশ থেকে মাসুদুর রহমানকে চুরি করা হয়েছিল। এ বিষয়ে লাকসাম থানায় শিশুটির বাবা একটি মামলাও করেছেন।

আরও পড়ুন
মাঝরাতে চুরি হলো ১০ মাসের শিশু