মাঝরাতে চুরি হলো ১০ মাসের শিশু

প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী ও ১০ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলেন সালমা বেগম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে সালমা দেখতে পান, সন্তান বিছানায় নেই। মশারি কাটা, ঘরের দরজাও খোলা। এরপর সারা রাত খুঁজেও সন্তানের খোঁজ পাননি তাঁরা।

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয় পরিবার। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

নিখোঁজ শিশুটির মা সালমা বেগম প্রথম আলোকে বলেন, ‘বিবাহিত জীবনের ১৭ বছর পর আমার প্রথম সন্তান হয়েছিল। কে ওকে কেড়ে নিল? আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। আমি আমার সন্তানকে ফেরত চাই।’

কুমিল্লার লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান রহমান ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’