Thank you for trying Sticky AMP!!

রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত: রেলের দুই কর্মচারী আটক

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ১৫ নভেম্বর। ছবি: প্রথম আলো

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনাটি নাশকতা কি না তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেলের দুই কর্মচারীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উল্লাপাড়া রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনা ও উল্লাপাড়ার ট্রেন দুর্ঘটনা এক রকম নয়। হঠাৎ কেন ট্রেনে আগুন ধরল, এই বিষয়টি আমাদের ভাবাচ্ছে। এখানে মিটার গেজের লাইন একটিই, সেটিও ক্লিয়ার ছিল। তাই এটি নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

কারওর গাফিলতিতে এই দুর্ঘটনা হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, এর আগেও এই এলাকায় ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তাই নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইঞ্জিনে না হয় তেল থেকে আগুন ধরতে পারে। কিন্তু বগিতে কেন আগুন লাগল? আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টির তদন্ত করবে। তদন্তে কারওর গাফিলতি ধরা পড়লে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আগুন লেগে ইঞ্জিনসহ তিনটি বগি পুড়ে যায়। এতে রেলকর্মীসহ অন্তত ২৫ জন আহত হন। ট্রেনের ইঞ্জিনটি রেলপথের পাশে উল্টে পড়ে আগুন ধরে যায়। পরে ওই আগুন লাইনচ্যুত আরও ২টি বগিতে ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেনের যাত্রীরা দ্রুত জানালার কাচ ভেঙে এবং দরজা দিয়ে বেরিয়ে যান। আহত হন বেশ কয়েকজন যাত্রী। আজ শুক্রবার দুপুর পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে লাইনচ্যুত ইঞ্জিন ও সাতটি বগি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:
সিরাজগঞ্জে রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত ২৫
রংপুর এক্সপ্রেসের লাইনচ্যুত ছয়টি বগি উদ্ধার