Thank you for trying Sticky AMP!!

'পালিয়ে গেলে ধরা কঠিন, সময় লাগে'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাতক মোয়াজ্জেম হোসেনের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পালিয়ে গেলে ধরা তো কঠিন। সময় লাগে। তবে সরকার এ ব্যাপারে সিরিয়াস। কোনো শৈথিল্য দেখানো হবে না।’

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ঈদপরবর্তী মতবিনিময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

এ সময় আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন যেটা হয়েছে, মালিক–শ্রমিকের প্রতিবাদের কারণেই তা বাস্তবায়নে দেরি হচ্ছে। মালিক–শ্রমিকেরা এ আইনের কিছু বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে নামেন। তা চরম পর্যায়ে পৌঁছায়। সে ক্ষেত্রে তাঁদের খেপিয়ে তোলা ঠিক হবে না ভেবে সরকার আলাপ–আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি অসুস্থ হওয়ার কারণে এ সমস্যার সমাধানে দেরি হয়েছে। আইনমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। বিধি–প্রবিধির মাধ্যমে তাদের বিষয়গুলো সমন্বয় করা যায় কি না, দেখা হবে।’

সরকার কি তাহলে মালিক–শ্রমিকদের কাছে জিম্মি হয়ে গেছে—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘না, জিম্মি হওয়ার বিষয় না। প্রথমেই ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া কি ঠিক হতো?’

এবার ঈদযাত্রার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা এবার ভালো ছিল। শুধু টাঙ্গাইলে কিছুটা সংকট হয়েছে। সড়ক দুর্ঘটনার হার এবার কম ছিল। তবে নিহতের সংখ্যা বেশি। এটা আসলে সড়কের শৃঙ্খলার এভাবে হয়েছে। আমাদের স্বস্তি পাওয়ার সুযোগ নেই। শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।’

আরও পড়ুন:
ওসি মোয়াজ্জেমকে শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরোয়ানা মাথায় নিয়ে সটকে পড়লেন ওসি মোয়াজ্জেম
ওসির পালিয়ে যাওয়া অশনিসংকেত: টিআইবি
‘অশ্রুজলে বিবর্ণ’ নুসরাত পরিবারে কবে ঈদ আসবে?
নুসরাত হত্যা: একটি ‘দৃষ্টান্তমূলক’ মামলার বিচার
ওসি মোয়াজ্জেমের পরোয়ানা যাচ্ছে রংপুর: ফেনীর এসপি
ওসি মোয়াজ্জেমের সঙ্গে পরোয়ানাও ‘নিখোঁজ’