Thank you for trying Sticky AMP!!

প্রতীকী ছবি

ভাষানটেকের বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনই সংকটাপন্ন

রাজধানীর ভাষানটেকের একটি বাসায় মশার কয়েল জ্বালাতে গিয়ে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন পাঁচজনের সবার অবস্থাই সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁরা এখন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

গত শুক্রবার ভোর ৪টার দিকে মশার কয়েল জ্বালাতে গেলে ঘরে আগুন ধরে যায়। গ্যাস সিলিন্ডারের লাইনে ছিদ্র থেকে ঘরের মধ্যে গ্যাস জমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে ছিল। কিন্তু পাইপের মাধ্যমে ঘরের মধ্যে চুলার সংযোগ ছিল।

আগুন লাগার ঘটনায় আসবাবের ব্যবসায়ী মো. লিটন (৫২), তাঁর শাশুড়ি মহিরুননেছা (৭০), স্ত্রী সূর্য বানু (৪০), দুই মেয়ে লিজা (১৮), লামিয়া (৭) ও ছেলে সুজন (৮) দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে গতকাল শনিবার সকাল ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহিরুননেছা মারা যান। তাঁর শরীরের ৪৭ শতাংশ পুড়েছিল। এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচজন চিকিৎসাধীন।

Also Read: মেয়ের বাসায় ঈদ করতে এসে আগুনে পুড়ে মারা গেলেন মা

ওই ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম‌ আজ প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসাধীন পাঁচজনের অবস্থা সংকটজনক। তাঁদের সবার শ্বাসনালি পুড়ে গেছে। দগ্ধ লিটনের শরীরের ৬৭ শতাংশ, তাঁর স্ত্রী সূর্য বানুর ৮২ শতাংশ, মেয়ে লিজার ৩০ শতাংশ, মেয়ে লামিয়ার ৫৫ শতাংশ  ও ছেলে সুজনের ৪৩ শতাংশ পুড়ে গেছে।’
লিটন ও তাঁর মেয়ে লিজাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান তরিকুল ইসলাম।