Thank you for trying Sticky AMP!!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস

মাহিনকে চাপা দেওয়া গাড়িটি চালাচ্ছিলেন ভাড়া করা চালক: মেয়র তাপস

রাজধানীর মুগদায় স্কুলছাত্রকে চাপা দেওয়া ট্রাকটি ভাড়া করা চালক চালাচ্ছিলেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ শুক্রবার মুগদায় নিহত কিশোর মাহিন আহমেদের জানাজা শেষে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের নির্ধারিত চালক গাড়িটি চালাচ্ছিল না। অন্যকে ভাড়া খাটিয়ে গাড়িটি দেওয়া হয়েছে। এটা আমরা কোনোভাবেই বরদাশত করব না। কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা এ ঘটনায় জড়িত, সম্পৃক্ত এবং এ রকম কার্যক্রমে আরও যারা লিপ্ত, তাদের সকলের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কঠোর ব্যবস্থা নেবে।’

আরেক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘এ ঘটনায় ইতিমধ্যে মামলা নেওয়া হয়েছে। আমরা কঠোরতর শাস্তি চাই। সম্পূর্ণরূপে সুষ্ঠু বিচার আমরা নিশ্চিত করতে চাই। আমরা নিহতের পরিবারের পাশে আছি। যা যা প্রয়োজন, সবই করব।’

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার মদিনাবাগ সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির চাপায় মাহিন আহমেদ গুরুতর আহত হন। পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহিন মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

Also Read: সিটি করপোরেশনের গাড়ির চাকায় পিষ্ট মাহিন, মূর্ছা যাচ্ছেন মা