Thank you for trying Sticky AMP!!

কুমিল্লায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মুক্তার হোসাইন

দৈনিক মানবজমিন পত্রিকার কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মুক্তার হোসাইনের ওপর দিনদুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলা সদরের বি এম বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক মুক্তার হোসাইন পেশাগত কাজে উপজেলা পরিষদ থেকে দাউদকান্দি মডেল থানার দিকে যাচ্ছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন কিশোর গ্যাং সন্ত্রাসী তাঁর গতিরোধ করে। একপর্যায়ে ‘তুই বেশি বেড়ে গেছিস’ গালমন্দ করে কিছু বুঝে ওঠার আগেই হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ওই সাংবাদিকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, আহত সাংবাদিক মুক্তার হোসাইনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হবে।

কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবাল বলেন, তদন্ত সাপেক্ষে খুব দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Also Read: ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনভাবে কাজের ক্ষেত্রে অন্তরায়: সম্পাদক পরিষদ

দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, ‘সাংবাদিক মুক্তার হোসাইনের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার যথাযথ বিচার দাবি জানাই।’

এদিকে ঘটনার পরপরই দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকেরা মুক্তার হোসাইনকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ ঘটনার বিচার, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে মানববন্ধন করবেন তাঁরা।