Thank you for trying Sticky AMP!!

চার দিন পর কুয়াশা নেই, নৌযান চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া ঘাটে ফেরিসহ অন্যান্য নৌযান স্বাভাবিকভাবে চলাচল করছে

ঘন কুয়াশার কারণে চার দিন ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ বিভিন্ন নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। চার দিনে এই নৌপথে প্রায় ৩২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে কুয়াশা না থাকায় ফেরি ও অন্যান্য নৌযান স্বাভাবিকভাবে চলাচল করছে।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাট এলাকার ব্যবসায়ী কামাল হোসেন বলেন, সারা দিন দৌলতদিয়া ঘাট ফাঁকা ছিল। বিকেল থেকে কিছু পণ্যবাহী গাড়ি আসতে শুরু করেছে। ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী গাড়ির লাইন ফেরিঘাট থেকে স্থানীয় তেলের পাম্প পর্যন্ত আছে। স্বাভাবিক সময়েও এমন পরিস্থিতি দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, আজ নৌযানগুলো স্বাভাবিক গতিতেই দৌলতদিয়া ঘাট পার হচ্ছে। যাত্রীবাহী বাসের কোনো লাইন নেই। তবে বিকেলের দিকে ঢাকাগামী কিছু পণ্যবাহী গাড়ি লাইনে থাকতে দেখা গেছে।

Also Read: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

Also Read: মৌসুমের প্রথম ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, দুই ঘণ্টা পর চালু