Thank you for trying Sticky AMP!!

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় মাঝনদীতে আটকা পড়ে ফেরি

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়েছিল।

আজ দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বেলা সাড়ে ১১টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। পঞ্চম দিনের মতো কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। তিনি আরও বলেন, বিশেষ করে দিন শেষে গভীর রাত থেকে এ সমস্যা তীব্র হচ্ছে। গভীর রাত থেকে পরদিন অনেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ছে শত শত যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ির সঙ্গে অনেক ছোট গাড়িও রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের অববাহিকায় পদ্মা নদী কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। একপর্যায়ে রাত আড়াইটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পথ হারিয়ে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ছয়টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় নোঙর করতে বাধ্য হয়। এদিকে পাটুরিয়া প্রান্তে পাঁচটি ও দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি অবস্থান করে।

Also Read: মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ, দুর্ভোগ