Thank you for trying Sticky AMP!!

সিলেট-আখাউড়া রেলপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেন

২৩ ঘণ্টা পর স্বাভাবিক সিলেট-আখাউড়া রেল যোগাযোগ

২৩ ঘণ্টা পর সিলেট-আখাউড়া রেলপথে আজ রোববার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হওয়া ট্রেন ও ভেঙে যাওয়া রেললাইন মেরামতের কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় সিলেটগামী একটি মালবাহী ট্রেনের তেলবাহী সাতটি ওয়াগন লাইনচ্যুত হয়েছিল  

সিলেটের শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শতাধিক শ্রমিক একসঙ্গে কাজ করে দুর্ঘটনাকবলিত ১৩০০ ফুট রেললাইন ঠিক করেন।

এদিকে দুর্ঘটনার দ্বিতীয় দিনেও থেমে নেই তেল সংগ্রহ। স্থানীয় লোকজনকে প্রথম দিনের মতোই তেল সংগ্রহ করতে দেখা গেছে।

বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) সুভক্ত গীন প্রথম আলোকে সকালে বলেন, গতকাল শনিবার রাত ৯টা থেকে রিলিফ ট্রেন কাজ করছে। রেলের ১৩০০ ফুট লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। সারা রাত প্রায় ১৫০ জন রেলওয়ে কর্মী কাজ করে পথটি ঠিক করেছেন।

Also Read: লাইনচ্যুত ট্রেনের ওয়াগন থেকে চলছে জ্বালানি তেল হরিলুট

Also Read: লাইনচ্যুত ট্রেনের ওয়াগন থেকে এখনো তেল সংগ্রহ করছেন অনেকে