লাইনচ্যুত ট্রেনের ওয়াগন থেকে এখনো তেল সংগ্রহ করছেন অনেকে

সিলেট-আখাউড়া রেলপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেনফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হওয়া ট্রেন ও ভেঙে যাওয়া রেললাইন মেরামতের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১৩০০ ফুট রেললাইনের মধ্যে প্রায় ১২০০ ফুটের কাজ প্রায় শেষ। আর ১০০ ফুট হওয়ার পরই রেললাইন ঠিক হয়ে যাবে। আজ রোববার সকালে সরেজমিনে দেখা যায়, শতাধিক শ্রমিক একসঙ্গে রেলের লাইন ঠিক করার কাজ করছেন।

এদিকে দুর্ঘটনার দ্বিতীয় দিনেও থেমে নেই তেল সংগ্রহ। স্থানীয় লোকজনকে প্রথম দিনের মতোই তেল সংগ্রহ করতে দেখা গেছে।

বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) সুভক্ত গীন প্রথম আলোকে সকালে বলেন, গতকাল শনিবার রাত ৯টা থেকে রিলিফ ট্রেন কাজ করছে। তবে রিলিফ ট্রেন আসার আগেই কিছু কাজ শুরু হয়েছিল। রেলের ১৩০০ ফুট লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। সারা রাত প্রায় ১৫০ জন রেলওয়ে কর্মী কাজ করে ১২০০ ফুটের কাজ শেষ করেছেন।

আরও পড়ুন