Thank you for trying Sticky AMP!!

মেহেরপুরে চালের অবৈধ মজুতের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

এম ট্রেডার্সে অবৈধভাবে মজুত রাখা চাল। মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায়

মেহেরপুরে অবৈধভাবে চাল মজুত রাখার অপরাধে এম ট্রেডার্স নামের একটি চালের আড়তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বামনপাড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

Also Read: চাল মজুত করায় নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতিসহ ১২ ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুর-মুজিবনগর সড়কের পাশে মেসার্স এম ট্রেডার্স নামের একটি চালের আড়তে অভিযানকালে খাদ্য বিভাগের লাইসেন্স ছাড়া চাল মজুত, চালের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় ওই আড়তের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Also Read: মজুতবিরোধী অভিযান: নওগাঁয় আরও ৬ চাল ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, সম্প্রতি খুচরা বাজারে চালের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে চাল বিক্রি করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আজকের অভিযান পরিচালিত হয়েছে। একজন চালের আড়তদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ধরনের অভিযান এখন থেকে নিয়মিত পরিচালিত হবে।

Also Read: চালসহ নিত্যপণ্য মজুত করলে তাৎক্ষণিক জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক ও মেহেরপুর পুলিশ লাইনসের একটি দল সহযোগিতা করে।