চাল মজুত করায় নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতিসহ ১২ ব্যবসায়ীকে জরিমানা
নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুত রাখার অপরাধে জেলা চালকল মালিক গ্রুপের সভাপতিসহ ১২ জন ব্যবসায়ীকে ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নওগাঁ সদর, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় এসব অভিযান চালানো হয়। এ নিয়ে গত মঙ্গলবার থেকে আজ পর্যন্ত ৫ দিনে নওগাঁয় ২৭টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হলো।
মহাদেবপুরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার নাহার আরমান অটোমেটিক রাইস মিলের গুদামে এক মাসের বেশি সময় ধরে ধারণক্ষমতার চেয়ে বেশি ধান মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিক আরমান হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার শাপলা অটো রাইস মিলের গুদামে ধারণক্ষমতার চেয়ে বেশি চাল ১৫ দিনের বেশি সময় ধরে মজুত থাকায় প্রতিষ্ঠানের মালিক সাখাওয়াত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দাদা অটোমেটিক রাইস মিলের গুদামে ধারণক্ষমতার চেয়ে বেশি আতপ চাল ১৫ দিনের বেশি সময় ধরে মজুত রাখায় মিলের মালিক আবদুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা আজ বিকেল থেকে তিনটি অভিযান পরিচালনা করেন।
নওগাঁ সদর উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নওগাঁ শহরের বাইপাস সড়কের পাশে মেসার্স তছিরন অটোমেটিক রাইস মিলের গুদামে অবৈধভাবে চাল মজুতের দায়ে কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯(ঠ) ধারায় মিলমালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া শহরের আনন্দনগর এলাকায় মেসার্স আর এম রাইস মিলের গুদামে অবৈধভাবে চাল মজুতের দায়ে মিলমালিক ও জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলামকে কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯(ঞ) ও (ঠ) ধারার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ওই মিলের তিনটি গুদাম সিলগালা করা হয়েছে। এ ছাড়া রফিকুল ইসলামের স্ত্রীর নামে প্রতিষ্ঠান মেসার্স জায়েদা ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর এলাকায় মেসার্স মফিজ উদ্দিন অটো রাইস মিলের গুদামে অবৈধভাবে চাল মজুতের দায়ে মিলমালিক মফিজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স এম এম আটো রাইস মিলের গুদামে অবৈধভাবে ধান মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোতাহার হোসেনকে ৫০ হাজার টাকা এবং মেসার্স অটোমেটিক রাইস মিলের গুদামে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবীন শীষ আজ বিকেল থেকে এই তিন অভিযান পরিচালনা করেন।
এ ছাড়া পত্নীতলা উপজেলার মধইল বাজারে তিনটি গুদামে অবৈধভাবে ধান মজুতের দায়ে তিন আড়তদারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই তিনটি অভিযান পরিচালনা করেন পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির।
জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, ধান-চালের দাম নিয়ন্ত্রণে রাখতে গত মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন ধান-চালের প্রতিষ্ঠানে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মজুত করা ধান-চাল সঠিকভাবে খোলাবাজারে বিক্রি নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং একজন উপপরিদর্শকের সমন্বয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। তাঁরা বিষয়টি তদারক করবেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।