Thank you for trying Sticky AMP!!

জাপার প্রার্থীর ইশতেহার, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি

রংপুরে সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান নগরের লালবাগ এলাকায় অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আজ ইশতেহার ঘোষণা করেন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান ইশতেহার ঘোষণা করেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের খামারপাড়া এলাকায় অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে তিনি নিজেই ইশতেহার পাঠ করেন। ইশতেহারে আধুনিক পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ৩১টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইশতেহার ঘোষণার সময় রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Also Read: রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মোস্তাফিজার

ইশতেহারে ঘোষিত উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো নগরের সৌন্দর্য রক্ষায় শ্যামাসুন্দরী খালকে পুনরুজ্জীবিত করার জন্য ২ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন, স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে কোরিয়ান গ্র্যান্ড প্রকল্পের কাজটি ৩৩টি ওয়ার্ডে বাস্তবায়ন করা, নগরের চিকলী পার্ককে একটি অত্যাধুনিক মানের পার্ক হিসেবে গড়ে তুলতে ৫০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন।

লাঙল প্রতীকের এই প্রার্থী ইশতেহারে বলেন, পরিচ্ছন্ন নগরী গঠনে নগরের বর্জ্য অপসারণে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। প্রায় ১২ একর জায়গায় বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে অনুমোদনও হয়েছে। ওই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ ছাড়া যানজট নিরসনে দুটি পদচারী-সেতু নির্মাণ করা হয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পদচারী-সেতু নির্মাণ করা হবে।

Also Read: রংপুর সিটি নির্বাচনে জাপার একক প্রার্থী, আ.লীগে ‘বিদ্রোহী’ দুজন

নাগরিক সেবা সহজ করতে এবং নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনটি আঞ্চলিক কার্যালয় ও ৩৩টি ওয়ার্ডে কমপ্লেক্স ভবন নির্মাণ করার কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যসেবা দিতে বর্ধিত ১৮টি ওয়ার্ডে অঞ্চলভিত্তিক নগর মাতৃসদনকেন্দ্র নির্মাণ করারও প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারে আরও উল্লেখ রয়েছে, পরিচ্ছন্ন কর্মীদের আবাসন সমস্যা নিরসনে আবাসিক কলোনি করা হবে। এ ছাড়া নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে ১০০টি সিসি ক্যামেরা আছে। এটি বাড়িয়ে ৩৩টি ওয়ার্ডের প্রতিটি এলাকার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসানো হবে। এ ছাড়া হকারদের জন্য হকার পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে এরশাদ হকার্স মার্কেটকে আধুনিকায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়।

Also Read: শ্যামাসুন্দরী খালে ময়লার স্তুপ, মশার উৎপাত

জবাবদিহি নিশ্চিতে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক মতবিনিময়ের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক সমস্যার সমাধান করার পরিকল্পনাও আছে। এ ছাড়া মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, শ্মশানঘাটসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা থাকবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়।

রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা আরও জোরদার করা হবে। সেই সঙ্গে রংপুর সিটির নিজস্ব অর্থায়নে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে।

মশকনিধন ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলা হয় নির্বাচনী ইশতেহারে। ক্রীড়া ও সংস্কৃতিতে নগরের বিভিন্ন এলাকায় খেলার মাঠ নির্মাণ করা হবে। খেলাধুলার সংগঠনকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি খেলার মান আরও সমৃদ্ধ করার কথা বলা হয়েছে।