Thank you for trying Sticky AMP!!

বাঘায় নাট্যকার শিমুল সরকারের ওপর আবার হামলার চেষ্টা, থানায় জিডি

নাট্য পরিচালক শিমুল সরকার

রাজশাহীর বাঘা উপজেলায় নাট্য পরিচালক শিমুল সরকারের ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় শিমুলের চাচাতো ভাই আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বাঘার শাহদৌলা সরকারি কলেজের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

একই দিন শিমুল আরেকটি জিডি করেছেন। ওই জিডিতে শিমুল অভিযোগ করেন, আগের মারধরের ঘটনায় করা মামলার আসামিরা তাঁকে নানা হুমকি দিচ্ছেন।

এর আগেও দ্বাদশ সংসদ নির্বাচনের দিন তাঁকে মারধর করা হয়েছে। থানায় করা সাধারণ ডায়েরি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শিমুল সরকার বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করেন। এরপর দুপুর ১২টার দিকে তিনি বাঘার শাহদৌলা সরকারি কলেজে রওনা দেন। তাঁর সঙ্গে আরও পাঁচজন ছিলেন। তিনি উপজেলা প্রশাসন কার্যালয় থেকে বের হওয়ার পর লক্ষ করেন, কেউ তাঁদের অনুসরণ করছেন। পরে দেখেন, কলেজের ফটকে কয়েকজন তরুণ কাঠের টুকরা নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁরা শিমুল সরকারের ওপর হামলা করতে গেলে, তাঁকে বাঁচাতে এগিয়ে আসে অন্যরা। এতে তাঁর চাচাতো ভাই আহত হন। তখন লোকজন জড়ো হয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান।

আরেকটি সাধারণ ডায়েরিতে শিমুল সরকার অভিযোগ করেছেন, ৭ জানুয়ারি হামলার পর শিমুল সরকার বাঘা থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। এই ছয়জনের মধ্যে পাঁচজনই জামিন নিয়েছেন। তাঁরা জামিনে বের হয়ে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।

Also Read: নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা

শিমুল সরকার বলেন, জামিন পাওয়া আসামিরা তাঁকে হুমকি দিচ্ছেন। আজকে তাঁরা তাঁকে মারতে এসেছিলেন। এতে তাঁর সঙ্গীরা আহত হয়েছেন। আসামিরা তাঁকে গুম করে দেওয়ার হুমকি দিচ্ছেন।

স্থানীয় লোকজন বলেন, শিমুল সরকার একাধারে নাট্যকার, নাট্যনির্মাতা ও প্রযোজক। চার শতাধিক নাটকের পরিচালক ও নাট্যকার তিনি। শিমুল রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রাহেনুল হকের পক্ষে কাজ করেছেন। এই আসনে টানা চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সদ্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেনুল হক পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট।