Thank you for trying Sticky AMP!!

ধোবাউড়ায় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ের ভাঙচুর করা চেয়ার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আওয়ামী লীগের মিছিল থেকে দলটির নেতা-কর্মীরা গিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার ওই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

এর আগে গুলি করে এবং বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে বিএনপির ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বিএনপির এ অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মিছিল শেষ হওয়ার অনেক পরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর হয়েছে বলে শুনেছি। বিএনপির লোকেরাই নিজেদের কার্যালয় ভাঙচুর করেছে।’

Also Read: ময়মনসিংহে গভীর রাতে গুলি ও বোমা ফাটিয়ে আ.লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে আজ সন্ধ্যয় প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগ। তবে মিছিলকারীরা বিএনপির কার্যালয় ভাঙচুর করেনি। মিছিল শেষ হওয়ার পর কিছু অতি উৎসাহী লোক এ ভাঙচুর চালান।

তবে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজ রাতে প্রতিবাদ মিছিল বের করেন। ওই মিছিল থেকে তাঁরা গিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান।