ময়মনসিংহে গভীর রাতে গুলি ও বোমা ফাটিয়ে আ.লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা

ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর সামনে ককটেলের খোসা পড়ে থাকতে দেখা যায়
ছবি: সংগৃহীত

গভীর রাতে গুলি করে এবং বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনার পর বিএনপির ৩৫ নেতা–কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।

বিএনপি-জামায়াতের লোকেরা ভাঙচুর করে থাকতে পারে বলে অভিযোগ করেছেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

প্রিয়তোষ বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করে তিনি বাড়িতে যান। পরে দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের একজন কর্মী ফোন করে ভাঙচুরের বিষয়টি জানান। খবর পেয়ে রাতেই তিনি কার্যালয়ে যান। কার্যালয়ে গিয়ে জানতে পারেন, গুলি করে এবং বোমা ফাটিয়ে এ হামলা করা হয়েছে।

তবে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের দায় অস্বীকার করেছে বিএনপি। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির হামলা, এটা সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ। ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে কয়েক দিন ধরেই পুলিশের ভয়ে বিএনপির কর্মীরা এলাকাছাড়া। হামলার প্রশ্নই ওঠে না।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় রাতেই মামলা হয়েছে। বিএনপির নেতা-কর্মীসহ ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামিদের নামে এ মামলা হয়েছে। আসামিদের নাম না জানালেও উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরও আসামি করা হয়েছে বলে ইঙ্গিত দেন ওসি। তবে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।