Thank you for trying Sticky AMP!!

দিনে ৪৫ মিনিট বন্ধ থাকবে ডিএসইর মোবাইল অ্যাপ

বিনিয়োগকারীদের লেনদেনের চাপ নিতে না পারায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপের লেনদেন কিছুটা সীমিত করা হয়েছে। আগামীকাল থেকে লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিট ও লেনদেনের শেষ ৩০ মিনিট ডিএসইর মোবাইল অ্যাপে লেনদেন করা যাবে না। অর্থাৎ লেনদেনের শুরু ও শেষ মিলিয়ে ৪৫ মিনিট অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবেন না বিনিয়োগকারীরা।
ডিএসইর পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই বলছে, কাল ১১ জানুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইর অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ কারণে দিনের মোট সাড়ে ৪ ঘণ্টার লেনদেনের মধ্যে বিনিয়োগকারীরা পৌনে ৪ ঘণ্টা মোবাইল অ্যাপে লেনদেনের সুযোগ পাবেন। সকাল সোয়া ১০ টাকা থেকে বেলা ২টা পর্যন্ত বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপে লেনদেনের সুযোগ পাবেন।

শেয়ারবাজারে দিনের লেনদেন শুরু হয় সকাল ১০ টায়। বিরতিহীনভাবে একটানা তা চলে বেলা আড়াইটা পর্যন্ত। সাধারণত লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিট ও শেষ ৩০ মিনিটে বিনিয়োগকারীদের দিক থেকে শেয়ার কেনাবেচার চাপ থাকে সবচেয়ে বেশি। এ কারণে ডিএসইর লেনদেনব্যবস্থার ওপর চাপ তৈরি হয়। এতে স্বাভাবিক লেনদেন কার্যক্রম ব্যাহত হয়।

Also Read: হুমড়ি খেয়ে পড়ছেন বিনিয়োগকারী, ভার নিতে পারছে না ডিএসই

নতুন বছরের শুরু থেকে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এ কারণে গত সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেন পৌঁছে গেছে প্রায় ২ হাজার কোটি টাকায়। প্রতিদিনই নতুন নতুন বিনিয়োগকারী যুক্ত হচ্ছেন বাজারে। বিনিয়োগকারীদের সেই ভার নিতে হিমশিম খাচ্ছে ডিএসইর লেনদেনব্যবস্থা। এ কারণে গত মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তাতে লেনদেনে বিঘ্ন ঘটে।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সংস্থাটির মোবাইল অ্যাপের যে সক্ষমতা, তাতে প্রতি সেকেন্ডে একসঙ্গে ৩০০ জন ব্যবহারকারী বা বিনিয়োগকারীর হিট নিতে পারে অ্যাপটি। কিন্তু কখনো কখনো লেনদেনের শুরু ও শেষে গিয়ে এ অ্যাপে বিনিয়োগকারীর হিট প্রতি সেকেন্ডে ৫০০ ছাড়িয়ে যায়। যখনই হিট ৫০০ ছাড়িয়ে যায়, তখনই অ্যাপ ব্যবহারকারীদের লেনদেনের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এ কারণে ওএমএসের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।