Thank you for trying Sticky AMP!!

৮ ব্যাংকে দ্বিতীয় পর্যায়ে অফিসার হলেন ৫৯৪ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার’–এর ২৪৭৮টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে ৫৯৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার’–এর ২৪৭৮টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে দ্বিতীয় পর্যায়ে ৫৯৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এই পদের জব আইডি ১০১২৬।

৫৯৪ জনের মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে ৩৯ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ১, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৪৬, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১ এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৭ জনকে নির্বাচিত করা হয়েছে।

Also Read: ৪৬তম বিসিএসে আবেদন করতে যে বার্তা দিল পিএসসি

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।