Thank you for trying Sticky AMP!!

রাজউকের ৯০ পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিকের সূচি প্রকাশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য ১৭ ক্যাটাগরির নবম ও দশম গ্রেডের ৯০টি পদের লিখিত (রচনামূলক) পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। রাজউকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা গত ১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে। চলবে আগামী ৩ জুন পর্যন্ত। মতিঝিলে রাজউক ভবনের  কক্ষ নম্বর ৩১৫ (চতুর্থ তলা), মতিঝিল, ঢাকায় এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় ১৭ ক্যাটাগরির পদে মোট ৬৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। এঁদের মধ্যে সহকারী পরিচালক (প্রশাসন/এস্টেট ও ভূমি) পদে ৭১ জন; সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রোটোকল) পদে ৮ জন; সহকারী পরিচালক (হিসাব) পদে ১৬ জন; সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) পদে ৯ জন; সহকারী পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) ৫ জন; সহকারী অথরাইজড অফিসার পদে ১৫১ জন; সহকারী স্থপতি পদে ৩১ জন; সহকারী আইন কর্মকর্তা পদে ১৪ জন; সহকারী নগর–পরিকল্পনাবিদ পদে ১১৪ জন; সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২৮ জন; সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ১০ জন; উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ৮ জন; উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৬২ জন; কানুনগো পদে ৮ জন; উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১৬ জন; প্রধান ইমারত পরিদর্শক পদে ১০ জন এবং ইমারত পরিদর্শক পদে ১১৮ জন উত্তীর্ণ হয়েছেন।

Also Read: ৪৪তম বিসিএসে পাস ১১ হাজার ৭৩২, ভাইভার তারিখ প্রকাশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে সত্যায়িত অনুলিপি পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে (সব সত্যায়ন/প্রত্যয়ন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে)।

মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। মৌখিক পরীক্ষার সময় মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে না। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।

Also Read: নেসকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৫ হাজার

কোনো ক্ষেত্রে যাচিত কাগজপত্রের ঘাটতি থাকলে বা পরবর্তী সময়ে কোনো সময় প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি/অসত্য তথ্য প্রদান/কোনো জাল সনদ দাখিল/অসদুপায় অবলম্বন/প্রতারণার আশ্রয় নিলে বা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো শর্তের গুরুতর ঘাটতি/ত্রুটি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি এখানে দেখা যাবে।