Thank you for trying Sticky AMP!!

ঢাকা কাস্টম হাউসের ১২ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

কাস্টম হাউস, ঢাকার সরাসরি নিয়োগযোগ্য ১২ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। কাস্টম হাউসের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাসরি নিয়োগযোগ্য ১২ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা ১৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

১২ ক্যাটাগরির পদগুলো হলো পরিসংখ্যান অনুসন্ধায়ক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, টেলিফোন অপারেটর, ডেসপাচ রাইডার, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, নিরাপত্তা প্রহরী, কম্পিউটার অপারেটর ও ড্রাফটসম্যান-২।

এসব পদের পরীক্ষা রাজধানীর চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ও কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ।

Also Read: নন–ক্যাডারে ২৬৪২ পদের এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি কেন, জানাল পিএসসি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষার দিন আবেদনকারীদের অবশ্যই টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্টেড কপি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি লিংকে দেখা যাবে।

Also Read: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ