Thank you for trying Sticky AMP!!

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৪

মডেল: নুসরাত, হাদী ও ইয়াসফি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ রোববার নিয়মিত আয়োজনের ১৪তম পর্বে বাংলা সাহিত্য বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. কোন কবির হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে আলাওল ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন?
ক. শেখ সাদী
খ. দৌলত কাজী
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. মালিক মুহম্মদ জায়সির

২. প্রাচীন লোকগীতি সংকলন ‘হারামণি’-এর প্রধান সম্পাদক কে ছিলেন?
ক. আশরাফ সিদ্দিকী
খ. ফকির গরিবুল্লাহ
গ. দৌলত উজির বাহরাম খান
ঘ. মুহম্মদ মনসুর উদ্দীন

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২

৩. ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’-প্রকাশিত হয় কবে?
ক.১৯০৭ সালে
খ.১৯১৬ সালে
গ.১৯২৬ সালে
ঘ.১৯৩৬ সালে

৪. বৈষ্ণব পদকর্তা নন কে?
ক. জ্ঞানদাস
খ. শেখ ফয়জুল্লাহ
গ. বলরামদাস
ঘ. কাশীরাম দাস

৫. কাজী নজরুল ইসলামের কোন কবিতায় আরব বেদুইনদের কথা উল্লেখ আছে?
ক. জীবন-বন্দনা
খ. বিদ্রোহী
গ. কামালপাশা
ঘ. ধূমকেতু

৬. ‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাসটি কার লেখা?
ক. রাবেয়া খাতুন
খ. দিলারা হাশেম
গ. রোমেনা আফাজ
ঘ. সেলিনা হোসেন

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৩
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৪
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫

৭. ‘ওরা কদম আলী’ নাটকটি কার লেখা?
ক. আব্দুল্লাহ আল-মামুন
খ. সেলিম আল দীন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. মামুনুর রশীদ

৮. ‘বৈজ্ঞানিক’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. গোলাম কুদ্দুস
খ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
গ. আকবর হোসেন
ঘ. প্রেমেন্দ্র মিত্র

৯. ‘গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।’—চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের?
ক. চোখের বালি
খ. নৌকাডুবি
গ. শেষের কবিতা
ঘ. যোগাযোগ

১০. ‘স্বাধীনতার সুখ’ কবিতাটি কে রচনা করেছেন?
ক. রফিক আজাদ
খ. শামসুর রাহমান
গ. রজনীকান্ত
ঘ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৬
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৭
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৮

১১. মুক্তিযুদ্ধভিত্তিক ‘জাল স্বপ্ন, স্বপ্নের জাল’ ছোটগল্পটি কার লেখা?
ক. সেলিনা হোসেন
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. সানাউল হক
ঘ. শওকত ওসমান

১২. ‘বিচারক’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. আকবর হোসেন

১৩. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি কার লেখা?
ক. বশীর আল হেলাল
খ. শওকত আলী
গ. হাসান আজিজুল হক
ঘ. রিজিয়া রহমান

১৪. ‘বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।’—উক্তিটি কার?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৯
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১১

১৫. মুক্তিযুদ্ধভিত্তিক ‘১৯৭১’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. আবুল ফজল
ঘ. হুমায়ূন আহমেদ

১৬. ‘দিকশূন্য ভট্টাচার্য’ কার ছদ্মনাম?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৭. ‘অক্ষমের লোভ আলাদীনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে উঠে’—উক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
খ. হুমায়ুন আজাদ
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৮. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কার লেখা?
ক. শামসুর রাহমান
খ. মদন মোহন তর্কালঙ্কার
গ. কুসুমকুমারী দাশ
ঘ. কামিনী রায়

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১২
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৩

১৯. মুক্তিযুদ্ধভিত্তিক ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক. তানভীর মোকাম্মেল
খ. সুভাষ দত্ত
গ. নাসির উদ্দীন ইউসুফ
ঘ. চাষী নজরুল ইসলাম

২০. ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ পঙ্‌ক্তিদ্বয়ের রচয়িতা কে?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. চণ্ডীদাস
ঘ. কামিনী রায়

মডেল টেস্ট-১৪ (বাংলা সাহিত্য) এর উত্তর

১. ঘ। ২. ঘ। ৩. খ। ৪. ঘ। ৫. ক। ৬. ঘ। ৭. ঘ। ৮. খ। ৯. গ। ১০. গ।
১১. খ। ১২. গ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. খ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. ঘ। ১৯. খ। ২০. ঘ।