Thank you for trying Sticky AMP!!

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৭

মডেল: বৃষ্টি

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ রোববার সপ্তম পর্বে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. আধুনিক পরানীতিবিদ্যার জনক কে?
ক. পপেনো
খ. হল্যান্ড
গ. মসকা
ঘ. জি ই মুর

২. ‘Modern Moral Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ডব্লিউ ডি হার্ডসন
খ. ডেভিড পপেনো
গ. ডি এইচ পার্কার
ঘ. কোনোটিই নয়

৩. নিচের কোনটি আরজ আলী মাতুব্বরের রচিত গ্রন্থ নয়?
ক. সত্যের সন্ধানে
খ. অনুমান
গ. সৃষ্টির রহস্য
ঘ. আমার জীবনদর্শন

৪. নিচের কোনটি পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে?
ক. আমলাতন্ত্র
খ. গণতন্ত্র
গ. মৌলিক গণতন্ত্র
ঘ. স্বৈরতন্ত্র

৫. ‘Justice delayed is justice denied’ উক্তিটি কার?
ক. অমর্ত্য সেন
খ. গ্লাডস্টোন
গ. মিশেল ফুঁকো
ঘ. মার্টিন লুথার কিং

৬. কোনটি নৈতিক মূল্যবোধ?
ক. অন্যায় থেকে বিরত থাকা
খ. পাগলামি করা
গ. ধর্মীয় বিশ্বাস
ঘ. সহমর্মিতা

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৬

৭. কোনটি চর্চা ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়?
ক. মূল্যবোধ শিক্ষা
খ. ধর্ম
গ. সামাজিক প্রথা
ঘ. শিক্ষা ও সাহিত্য

৮. জীবনের সব ক্ষেত্রে রুক্ষ আচরণের পরিবর্তে কোমল আচরণের বহিঃপ্রকাশ ঘটায় কোনটি?
ক. সুশাসন
খ. মূল্যবোধ শিক্ষা
গ. স্বাধীন বিচার বিভাগ
ঘ. আইনের শাসন

৯. ‘সু-অভ্যাস গঠনের নামই শিক্ষা।’—কে বলেছেন?
ক. রুশো
খ. ভলতেয়ার
গ. ক্যামডেসাস
ঘ. ম্যাকাইভার

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫

১০. পৃথিবীর প্রথম শিক্ষাগুরু বলা হয় কাকে?
ক. অ্যারিস্টটলকে
খ. প্লেটোকে
গ. সক্রেটিসকে
ঘ. লিওনার্দো দ্য ভিঞ্চিকে

১১. ‘শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ ও সুষম বিকাশ।’—কার উক্তি?
ক. মহাত্মা গান্ধী
খ. জিন্নাহ
গ. নেহেরু
ঘ. বার্ট্রান্ড রাসেল

১২. ব্যক্তি জীবনে মূল্যবোধ অর্জনের সর্বোত্তম সময় কোনটি?
ক. শিশুকাল
খ. শিক্ষাজীবন
গ. চাকরিজীবন
ঘ. বার্ধক্য

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৪

১৩. অন্যায়, অপচয়, সন্ত্রাস, দুর্নীতি, বিশৃঙ্খলা ইত্যাদির প্রশ্রয়দানের বিরোধিতা করার শিক্ষা দেয় কোনটি?
ক. স্কুল-কলেজ
খ. মূল্যবোধ শিক্ষা
গ. বিচার বিভাগের স্বাধীনতা
ঘ. গণমাধ্যমের স্বাধীনতা

১৪. মূল্যবোধ অনেক পুরোনো—
ক. আমেরিকায়
খ. যুক্তরাজ্যে
গ. ভিয়েতনামে
ঘ. ভারত ও চীনে

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৩

১৫. প্রাচীন গ্রিক যে দার্শনিকেরা বাহ্যিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়েছেন—
ক. সক্রেটিস
খ. অ্যারিস্টটল
গ. থেলিস
ঘ. প্লেটো ও অ্যারিস্টটল

১৬. নিচের কোনটি মূল্যবোধ গঠনের মাধ্যম নয়?
ক. পরিবার
খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. সভা
ঘ. সমাজ

১৭. ‘মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের ভালো-মন্দ বিচার করা হয়’—উক্তিটি কার?
ক. এম ডি স্টেইন
খ. স্টুয়ার্ট সি ডড
গ. এম আ উইলিয়াম
ঘ. নিকোলাস রেসার

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২

১৮. ‘মূল্যবোধ হলো সেসব কাজ, অভিজ্ঞতা ও নীতি যা মানুষের শুভবুদ্ধির ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায়।’—উক্তিটি কার?
ক. গার্নার
খ. ফ্রাঙ্কেল
গ. বিক
ঘ. এফ আই গ্লাউড

১৯. কোনটিকে সমাজের ভালো-মন্দের মানদণ্ড বলা হয়?
ক. সাম্য
খ. স্বাধীনতা
গ. মূল্যবোধ
ঘ. আইন

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

২০. সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি?
ক. আপেক্ষিকতা
খ. জনকল্যাণমুখিতা
গ. সহমর্মিতা
ঘ. সহনশীলতা

মডেল টেস্ট-৭–এর উত্তর

১. ঘ। ২. ক। ৩. ঘ। ৪. ক। ৫. খ। ৬. ক। ৭. ক। ৮. খ। ৯. ক। ১০. গ। ১১. ক। ১২. খ। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ঘ। ১৬. গ। ১৭. ক। ১৮. গ। ১৯. গ। ২০. ক।

Also Read: ৪৩তম বিসিএসের ভাইভা কবে, জানাল পিএসসি