Thank you for trying Sticky AMP!!

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৯

মডেল: নুসরাত, হাদী ও ইয়াসফি

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ রোববার নিয়মিত আয়োজনের নবম পর্বে সাধারণ বিজ্ঞান বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. বিখ্যাত ‘আইরিশ দুর্ভিক্ষ’–এর কারণ কী?
ক. ভাইরাস আক্রমণ
খ. ব্যাকটেরিয়া আক্রমণ
গ. শৈবাল আক্রমণ
ঘ. ছত্রাক আক্রমণ

২. মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে?
ক. ৪ শতাংশ
খ. ৫ শতাংশ
গ. ১০ শতাংশ
ঘ. ১৫ শতাংশ

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৮

৩. থ্রি-পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম কী?
ক. কানেকশন পিন
খ. আর্থ পিন
গ. লাইন পিন
ঘ. লিড পিন

৪. কোনটি ‘টেস্টিং সল্ট’ নামে পরিচিত?
ক. মনোসোডিয়াম কার্বোনেট
খ. মনোসোডিয়াম ক্লোরাইড
গ. মনোসোডিয়াম গ্লুটামেট
ঘ. মনোসোডিয়াম স্টিয়ারেট

৫. কোনটির সংখ্যা ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয়?
ক. প্রোটন
খ. ফোটন
গ. ইলেকট্রন
ঘ. নিউট্রন

৬. হার্ট সাউন্ডের ধরন কতটি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৭

৭. ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি?
ক. লাইগেজ
খ. রেস্ট্রিকশন
গ. লেকটেজ
ঘ. লাইপেজ

৮. কোনটিকে ‘প্রোটিন ফ্যাক্টরি’ বলা হয়?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. রাইবোজোম
গ. নিউক্লিয়াস
ঘ. লাইসোজোম

৯. ডিমে কোন ভিটামিন নেই?
ক. এ
খ. বি
গ. সি
ঘ. ডি

১০. ‘অ্যাসপিরিন’ ব্যবহৃত হয়—
ক. হৃদ্‌রোগ চিকিৎসায়
খ. ক্যানসার চিকিৎসায়
গ. জন্ডিস চিকিৎসায়
ঘ. ডায়াবেটিস চিকিৎসায়

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৬

১১. লাইসোজোমের কাজ কোনটি?
ক. খাদ্য তৈরি
খ. শক্তি উৎপাদন
গ. জীবাণু ভক্ষণ
ঘ. আমিষ সংশ্লেষণ

১২. অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে—
ক. ধমনি ও পালমোনারি ধমনি
খ. শিরা ও পালমোনারি শিরা
গ. ধমনি ও পালমোনারি শিরা
ঘ. শিরা ও ধমনি

১৩. কোনটির কার্যপ্রণালিতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয়?
ক. ট্রানজিস্টর
খ. মোটর
গ. অ্যামপ্লিফায়ার
ঘ. ট্রান্সফরমার

১৪. কোনটিতে লৌহের পরিমাণ সবচেয়ে বেশি?
ক. পালংশাক
খ. কচুশাক
গ. লালশাক
ঘ. পুঁইশাক

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫

১৫. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
ক. ভিটামিন
খ. ক্যাপামিন
গ. ক্যাপনোমিন
ঘ. ক্যাপসিনিন

১৬. পরবর্তী সময়ে কবে হ্যালির ধূমকেতুটি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. ২০৬০ সালে
খ. ২০৬১ সালে
গ. ২০৬৫ সালে
ঘ. ২০৭১ সালে

১৭. মস্তিষ্ক আচ্ছাদনকারী পর্দা কোনটি?
ক. নিউরন
খ. পেরিকার্ডিয়াম
গ. প্লুরা
ঘ. মেনিনজিস

১৮. মানুষের শরীরে ভাইরাসের সংক্রমণ ও ক্যানসার প্রতিরোধ করে কোনটি?
ক. ইনসুলিন
খ. ইন্টারফেরন
গ. গ্লোবিউলিন
ঘ. সোমাটোস্ট্যাটিন

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৪

১৯. বর্তমানে পরিবেশবান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
ক. টেট্রাফ্লুরো ইথেন
খ. আর্গন
গ. ট্রাইক্লোরো ট্রাইফ্লুরো ইথেন
ঘ. ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন

২০. কিসের অভাবে পাতা পীতবর্ণ ধারণ করে?
ক. নাইট্রোজেন
খ. ফসফরাস
গ. ইউরিয়া
ঘ. পটাশিয়াম

মডেল টেস্ট-৯–এর (সাধারণ বিজ্ঞান) উত্তর

১. ঘ। ২. ক। ৩. খ। ৪. গ। ৫. ঘ। ৬. গ। ৭. খ। ৮. খ। ৯. গ। ১০. ক। ১১. গ। ১২. গ। ১৩. ঘ। ১৪. খ। ১৫. ঘ। ১৬. খ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. ক। ২০. ক।

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৩

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১