Thank you for trying Sticky AMP!!

রাঙামাটি জেলা পরিষদে চাকরি, ১১–২০তম গ্রেডে পদ ৫০

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা পরিবার পরিকল্পনা বিভাগে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে আট ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। শুধু রাঙামাটি পার্বত্য জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়েনের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

  • ১. পদের নাম: উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি পাস। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) থেকে চিকিৎসা সহকারীদের জন্য নির্ধারিত কমপক্ষে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পাস।
    বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

  • ২. পদের নাম: পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) (নারী)
    পদসংখ্যা: ১৪
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কৃতকার্য প্রার্থীরা প্রশিক্ষণার্থী হিসেবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে সনদ প্রাপ্তি সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

Also Read: রাঙামাটিতে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন চাকরি, পদ ৫৮

  • ৪. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী (গার্ড)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৬. পদের নাম: আয়া (নারী)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

Also Read: চট্টগ্রাম বন্দরে ১০ম ও ১২তম গ্রেডে চাকরির সুযোগ

  • ৭. পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) (পুরুষ)
    পদসংখ্যা: ১০
    যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ এইচএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬‍)

  • ৮. পদের নাম: পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) (নারী)
    পদসংখ্যা: ১২
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭‍)

বয়সসীমা

আবেদনপত্র দাখিলের নির্ধারিত শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা প্রাধিকার কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন যেভাবে
আবেদনকারীদের নির্ধারিত ফরমে চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্রের খামের ওপর লাল কালিতে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে এবং খামের বাম পার্শ্বে আবেদনকারীর পুরো নাম ও ঠিকানা লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

Also Read: সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ, ১৩–২০তম গ্রেডে পদ ৩৪৯

আবেদন ফি
পরীক্ষার ফি (অফেরতযোগ্য) বাবদ ১ থেকে ৩ ও ৭ নম্বর পদের ক্ষেত্রে ৪০০ টাকা এবং ৪ থেকে ৬ ও ৮ নম্বর পদের ক্ষেত্রে ৩০০ টাকা চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটির নামীয় সোনালী ব্যাংক, নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি হিসাব নম্বর—৫৮১৯২৪০০০০৪৭২–এ জমা দিয়ে জমা স্লিপের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি।

আবেদনের শেষ সময়: ৮ মে ২০২৪।

Also Read: নেসকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৫ হাজার