Thank you for trying Sticky AMP!!

এইচএসসি - পৌরনীতি ১ম পত্র | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

১. Natus-এর শাব্দিক অর্থ কোনটি?

ক. জ্ঞাতি খ. জাতি

গ. জাতীয়তা ঘ. জন্ম

২. বর্তমান বিশ্বের কতটি দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল?

ক. ১৭০টি খ. ১৭২টি

গ. ১৭৩টি ঘ. ১৭৪টি

৩. ‘জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা, যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী’—উক্তিটি কার?

ক. অধ্যাপক জিম্মার্ন

খ. রামজে ম্যুইর

গ. জে এইচ হায়েস

ঘ. লর্ড ব্রাইস

৪. ‘জাতীয়তা’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

ক. Nationalism খ. National

গ. Nationality ঘ. Nation

৫. রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কী বলে?

ক. সমাজ খ. রাজনৈতিক সমাজ

গ. নির্বাচকমণ্ডলী ঘ. জাতি

৬. Natio এবং Natus কোন ভাষার শব্দ?

ক. গ্রিক খ. ল্যাটিন

গ. ইংরেজি ঘ. ফরাসি

৭. জাতীয় রাষ্ট্রের প্রবক্তা কে?

ক. ম্যাকিয়াভেলি খ. ম্যাকাইভার

গ. গেটেল ঘ. অ্যারিস্টটল

৮. Nation এবং Nationality শব্দ দুটি কোন ভাষার শব্দ?

ক. রোমান খ. গ্রিক

গ. জার্মান ঘ. ল্যাটিন

৯. ঐতিহ্যগত উপাদানকে জাতি গঠনের জন্য অনাবশ্যক বলে মনে করেন কে?

ক. জন স্টুয়ার্ড মিল

খ. লিকক

গ. লাস্কি

ঘ. রেনান

১০. জাতীয়তা ও দেশপ্রেম—

i. এক ও অভিন্ন সূত্রে গ্রথিত

ii. মানুষের আচার–আচরণ

iii. আত্মার এক নিবিড় সম্পর্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১.ঘ ২.ঘ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.গ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন