এইচএসসি - পৌরনীতি ১ম পত্র | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

১১. জাতিরাষ্ট্রের প্রবক্তা কে?

ক. ম্যাকিয়াভেলি খ. টমাস হবস

গ. জন লক ঘ. রুশো

১২. যে স্বতন্ত্র বৈশিষ্ট৵ পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার উপাদান হিসেবে কাজ করেছে—

i. ভাষা

ii. সংস্কৃতি

iii. ধর্ম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. ‘জাতীয়তা একপ্রকার মানসিক ধারণা’—কথাটি কে বলেছেন?

ক. রেনান খ. লর্ড ব্রাইস

গ. জিন্সবার্গ ঘ. লাক্সি

১৪. Natio এবং Natus শব্দের বাংলা অর্থ কী?

ক. জাতি খ. জাতীয়তা

গ. জন্ম ঘ. বংশ

১৫. ‘জাতি হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি, যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান’ উক্তিটি কার?

ক. বার্জেস খ. লর্ড ব্রাইস

গ.লিকক ঘ. ফাইনার

১৬. ফরাসি চিন্তাবিদ রেনান বলেন, ‘জাতীয়তা একটি মানসিক সত্তা, এটি একপ্রকার সজীব মানসিকতা।’ সংজ্ঞাটিতে মানসিক সত্তার কোন দিকটি ফুটে উঠেছে?

ক. স্বজনপ্রীতি খ. দেশপ্রেম

গ. সাম্য ঘ. স্বাধীনতা

১৭. রাজনৈতিক চেতনাবোধ থেকে কী তৈরি হয়?

ক. জাতীয় ঐক্য

খ. অর্থনৈতিক স্বাধীনতা

গ. চারিত্রিক উন্নতি

ঘ. জাতীয়তাবোধ

১৮. জাতীয়তার ধারণা কী রূপ?

ক. বাস্তব খ. সুসংগঠিত

গ. বাহ্যিক ঘ. মানসিক

১৯. একই ভাষা ব্যবহার করে কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন জাতি, এমন উদাহরণ—

i. সৌদি আরব

ii. কুয়েত

iii. চীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. জাতীয়তা কোন প্রকৃতির ধারণা?

ক. ভাবগত খ. আদর্শগত

গ. বস্তুগত ঘ. ধারণাগত

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন