এইচএসসি - পৌরনীতি ১ম পত্র | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

২১. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

ক. ১৭৮৮ সালে খ. ১৭৮৯ সালে

গ. ১৭৯০ সালে ঘ. ১৭৯১ সালে

২২. ষোড়শ শতকে জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছিল—

i. পোপতন্ত্রের প্রতিক্রিয়ায়

ii. সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থার পরিবর্তে

iii. রাজতন্ত্রের বিরূপ প্রতিক্রিয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না?

ক. বংশগত ঐক্য

খ. ভাষাগত ঐক্য

গ. ভৌগোলিক ঐক্য

ঘ. সাংস্কৃতিক ঐক্য

২৪. কোন ধরনের চেতনা জাতীয় জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে?

ক. সামাজিক চেতনা

খ. রাজনৈতিক চেতনা

গ. জাতীয়তাবাদী চেতনা

ঘ. ধর্মীয় চেতনা

২৫. জাতীয়তার কোন উপাদানকে বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়?

ক. ধর্মীয় খ. বংশগত

গ. ভাষা ঘ. ভৌগোলিক

২৬. বাংলাদেশি জাতীয়তাবাদের উপাদান হলো—

i. ভৌগোলিক ঐক্য

ii. ভাষাগত ঐক্য

iii. ধর্মীয় ঐক্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. ধর্মের ঐক্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্র—

i. বাংলাদেশ

ii. ইসরায়েল

iii. পাকিস্তান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. জাতীয়তার উপাদান বংশগত ঐক্য সম্পর্কে বলা যায়—

i. ইংরেজ ও জার্মানদের মধ্যে বংশগত ঐক্য নেই

ii. বংশগত ঐক্য ছাড়াও জাতীয়তা সৃষ্টি হতে পারে

iii. বিভিন্ন বংশের সংমিশ্রণে জাতি গড়ে উঠতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. কানাডায় বর্তমানে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীরাই একমাত্র বংশপরম্পরায় কানাডায় বসবাস করছে। কানাডা জাতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—

i. বহু বংশজাত জনসমষ্টি

ii. ভৌগোলিক ঐক্য

iii. ইংরেজ ভাষাভাষী জনগোষ্ঠী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. জাতীয়তা নির্ধারণে বর্তমান বিশ্বে প্রধানত কয়টি নীতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়?

ক. পাঁচটি খ. চারটি

গ. তিনটি ঘ. দুটি

সঠিক উত্তর

অধ্যায় ১০: ২১.খ ২২.খ ২৩.ক ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.গ ২৮.ঘ ২৯.ক ৩০.ঘ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন