Thank you for trying Sticky AMP!!

এইচএসসি - রসায়ন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

৫১. A এর হাইড্রাইডের বন্ধন কোণ কত?

ক. 120 খ. 104.5

গ. 109.5 ঘ. 107

৫২. A এর হাইড্রাইডটি তরল, কারণ—

ক. আয়নিক বন্ধনের জন্য

খ. সমযোজী বন্ধনের জন্য

গ. ভ্যানডার ওয়ালস বলের জন্য

ঘ. হাইড্রোজেন বন্ধনের জন্য

নিচের উদ্দীপক অনুসারে (৫৩–৫৪) নম্বর প্রশ্নের উত্তর দাও

৫৩. উদ্দীপকের X ও Y দ্বারা গঠিত যৌগটি—

i. অম্লধর্মী

ii. আর্দ্রবিশ্লেষিত হয় না

iii. ডাইমার গঠন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৫৪. X ও Y দ্বারা গঠিত যৌগকে উত্তপ্ত করলে কী ঘটে?

ক. গলে যায়

খ. বিয়োজিত হয়

গ. ঊর্ধ্বপাতিত হয়

ঘ. কোনো পরিবর্তন হয় না

৫৫.NH4CI কত ধরনের বন্ধন ধারণ করে?

ক. 4 খ. 3

গ. 2 ঘ. 1

৫৬. Sc+3 আয়নটি যৌগ গঠন করলে যৌগটি হবে

i. রঙিন

ii. বর্ণহীন

iii. জটিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ঘ. i, ii ও iii

৫৭. আর্গন গ্যাসের নামের অর্থ কী?

ক. আগন্তুক খ. গুপ্ত

গ. অলস ঘ. নতুন

৫৮. ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে?

ক. 2p খ. 3d

গ. 4s ঘ. 4p

৫৯. দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হলে সেটি পোলার হবে?

ক. 0.5-1.9 খ. 0.4-1.5

গ. 0-0.4 ঘ. 1-3

৬০. পর্যায় সারণির সর্ব ডানে অবস্থিত গ্রুপটির জন্য কোনটি সঠিক?

ক. উচ্চ ইলেকট্রন আসক্তি

খ. তড়িৎ ঋণাত্মকতায় মান সর্বোচ্চ

গ. উচ্চ আয়নিকরণ শক্তি

ঘ. উচ্চ গলনাঙ্কবিশিষ্ট

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৫১.খ ৫২.ঘ ৫৩.খ ৫৪.গ ৫৫.খ ৫৬.গ ৫৭.গ ৫৮.খ ৫৯.ক ৬০.গ

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন