এইচএসসি - রসায়ন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

৪১. হাইড্রোনিয়াম অয়নে (H3O+) কোন কোন বন্ধন বিদ্যমান?

ক. আয়নিক ও সমযোজী

খ. সমযোজী ও সন্নিবেশ

গ.আয়নিক ও সন্নিবেশ

ঘ. আয়নিক ও হাইড্রোজেন বন্ধন

৪২. PH4+ আয়নে বন্ধন সংখ্যা কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৪৩. নিচের কোন যৌগটিতে সঞ্চালনক্ষম ‘pi’ ইলেকট্রন আছে?

ক. C2H6 খ. C3H8

গ. C2H4 ঘ. C6H6

৪৪. NH4+ আয়নে আছে—

i. আয়নিক বন্ধন

ii. সমযোজী বন্ধন

iii. সন্নিবেশ বন্ধন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৪৫. নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না?

ক. H2O খ. NH3

গ. BCl3 ঘ. CCl4

৪৬. FeCl3 এর গলনাঙ্ক FeCl2 এর চেয়ে কম কেন?

ক. Fe+3 এর উচ্চ চার্জ

খ. Cl - এর পরিমাণ বেশি

গ. পানিতে আসক্তি বেশি

ঘ. আন্ত–আণবিক আকর্ষণ কম।

৪৭. কখন পোলারায়ন বেশি হয়—

i. ক্যাটায়নের আকার ছোট হলে

ii. অ্যানায়নের আকার বড় হলে

iii. ক্যাটায়নে d - অবিকল থাকলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৪৮. কোনগুলো অপধাতু?

ক. Si, Ge, As

খ. Na, K, Ca

গ. R,Cl, Br

ঘ. B, Mg, Ni

৪৯. ফেরোচুম্বক পদার্থ কোনগুলো?

ক. Fe, Co, Ni

খ. Ti, V, Fe

গ. Zn, Ti Fe

ঘ. Zn, Fe3Co

৫০. কোনটির পোলারায়ন ক্ষমতা বেশি?

ক. Ba+2 খ. Sr+2

গ. Mg+2 ঘ. Be+2

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪১.খ ৪২.গ ৪৩.ঘ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.ঘ ৪৮.ক ৪৯.ক ৫০.ঘ

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন