এইচএসসি - রসায়ন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

৩১. ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি?

ক. I>Br>Ci> F

খ. Ci>I>Br>I

গ. F>Cl>Br>I

ঘ. Br>I>U>F

৩২. নিচের কোন মৌলের ২য় আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ?

ক. Nc খ. Na

গ. N2 ঘ. O2

৩৩. পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত?

ক. 2.5 খ. 3.0

গ. 3.5 ঘ. 4.0

৩৪. NH3 অণুতে কেন্দ্রীয় পরমাণু N এর সংকর অবস্থা কোনটি?

ক. sp খ. sp2

গ. sp3 ঘ. sp3d

৩৫. H2O অণুতে কোন সংকরণটি ঘটে?

ক. sp খ. sp2

গ. sp3 ঘ. sp3d

৩৬. PCI5 এ কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান?

ক. sp খ. sp2

গ. sp3 ঘ. v3d

৩৭. CO2 অণুর বন্ধন কোণ কোনটি?

ক. ১২০০ খ. ১৪০০

গ. ১৩০০ ঘ. ১৮০০

৩৮. পানির অণুর বন্ধন কোণ কত?

ক. ১০৯.৫০ খ. ৯২০

গ. ৯৪০ ঘ. ১০৪.৫০

৩৯. H2O অণুর মধ্যে কী কী ধরনের বন্ধন বিদ্যমান?

ক. সমযোজী ও আয়নিক

খ. সমযোজী ও সন্নিবেশ

গ. সন্নিবেশ ও ধাতব

ঘ. সমযোজী ও হাইড্রোজেন

৪০. নিচের কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ?

ক. HCI খ. NH3

গ. H2O ঘ. H2S

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.খ ৩২.খ ৩৩.গ ৩৪.গ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ক

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন