এইচএসসি - রসায়ন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

২১. f উপশক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে?

ক. 1 খ. 3

গ. 5 ঘ. 7

২২. নিচের কোন অক্সাইডটি তীব্র ক্ষারধর্মী?

ক. Hg O খ. SiO2

গ. Al2O3 ঘ. Na2O

২৩. কোন অক্সাইডটি অম্লধর্মী?

ক. MgO খ. Al2O3

গ. CO2 ঘ. Na2O

২৪. নিচের কোন অক্সাইডটি অধিক অম্লধর্মী?

ক. SiO2 খ. P2O5

গ. SO3 ঘ. Cl2O7

২৫. কোন S ব্লক মৌলটি গ্রীষ্মকালে তরল?

ক. Na3hi খ. K3Na

গ. Ca3Mg ঘ. Rb3Cs

২৬. কোনটির আয়নীকরণ শক্তি বেশি?

ক. P খ. N2

গ. O2 ঘ. C

২৭. নিচের কোন আয়নটির আকার ছোট?

ক. Na+ খ. Mg+2

গ. Be+2 ঘ. Ca+2

২৮. নিচের কোন গ্রুপের মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি?

ক. Gr-2 খ. Gr-1

গ. Gr-3 ঘ. Gv-18

২৯. কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন?

ক. Na খ. Mg

গ. Cs ঘ. Ca

৩০. কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন?

ক. F খ. O

গ. Ca ঘ. Si

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.ঘ ২২.ঘ ২৩.গ ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ক

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন