২৩. কোন অক্সাইডটি অম্লধর্মী?
ক. MgO খ. Al2O3
গ. CO2 ঘ. Na2O
২৪. নিচের কোন অক্সাইডটি অধিক অম্লধর্মী?
ক. SiO2 খ. P2O5
গ. SO3 ঘ. Cl2O7
২৫. কোন S ব্লক মৌলটি গ্রীষ্মকালে তরল?
ক. Na3hi খ. K3Na
গ. Ca3Mg ঘ. Rb3Cs
২৬. কোনটির আয়নীকরণ শক্তি বেশি?
ক. P খ. N2
গ. O2 ঘ. C
২৭. নিচের কোন আয়নটির আকার ছোট?
ক. Na+ খ. Mg+2
গ. Be+2 ঘ. Ca+2
২৮. নিচের কোন গ্রুপের মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি?
ক. Gr-2 খ. Gr-1
গ. Gr-3 ঘ. Gv-18
২৯. কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন?
ক. Na খ. Mg
গ. Cs ঘ. Ca
৩০. কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন?
ক. F খ. O
গ. Ca ঘ. Si
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ঘ ২২.ঘ ২৩.গ ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ক
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন