Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১৩

৫৩. ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে কত তারিখে প্রথম স্বীকৃতি প্রদান করে?

ক. ৬ ডিসেম্বর খ. ১০ ডিসেম্বর

গ. ১৩ ডিসেম্বর ঘ. ১৬ ডিসেম্বর

৫৪. কার লেখায় ‘বাংলা’ নামের উল্লেখ পাওয়া যায়?

ক. টলেমি

খ. জিয়াউদ্দিন বারানি

গ. উইলিয়াম কেরি

ঘ. হিউয়েন সাঙ

৫৫. বাংলাকে ‘বেঙ্গল’ নামে অভিহিত করে কারা?

ক. পাকিস্তানিরা খ. ভারতীয়রা

গ. ইংরেজরা ঘ.পতুর্গিজরা

৫৬. বাংলাদেশের পতাকা কত তারিখে প্রথম উত্তোলন করা হয়?

ক. ২ মার্চ, ১৯৭১ খ. ৩ মার্চ, ১৯৭১

গ. ৪ মার্চ, ১৯৭১ ঘ. ৫ মার্চ, ১৯৭১

৫৭. সম্রাট আকবরের সময় বাংলার পরিচয় বহন করে কোনটি?

ক. বাঙ্গালাহ খ. সমতট

গ. ত্রিপুরা ঘ. সুবাহ্ বাংলা

৫৮. বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?

ক. পল্টন ময়দানে

খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশে

গ. রেসকোর্স ময়দানে

ঘ. রাজারবাগ পুলিশ লাইনসে

৫৯.ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের স্থপতি কে?

ক. মঈনুল হোসেন

খ. সৈয়দ আবদুল্লাহ খালিদ

গ. কামরুল হাসান

ঘ. তানভীর করিম

৬০. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. মঈনুল হোসেন খ. হামিদুর রহমান

গ. কামরুল হাসান ঘ. মৃণাল হক

৬১.বাংলাদেশের জাতীয় সংগীতটি কত সালে রচিত হয়েছিল?

ক. ১৯০৫ খ. ১৯০৬

গ. ১৯০৭ ঘ. ১৯০৮

৬২. জাতীয় স্মৃতিসৌধ কাদের স্মরণে নির্মাণ করা হয়েছে?

ক. বুদ্ধিজীবীদের

খ. যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের

গ. ভাষাশহিদদের

ঘ. নাম না জানা শহিদদের

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ৫৩.ক ৫৪.ক ৫৫.গ ৫৬.ক ৫৭.ঘ ৫৮.খ ৫৯.গ ৬০.গ ৬১.খ ৬২.ঘ

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরের বহুনির্বাচনি প্রশ্ন