এসএসসি ২০২২ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১৩

৪৫. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল ১৯৭১ সালের কত তারিখে?

ক. ১০ এপ্রিল খ. ১৫ এপ্রিল

গ. ১৬ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল

৪৬. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. তাজউদ্দীন আহমদ

গ. এ এইচ এম কামারুজ্জামান

ঘ. এম মনসুর আলী

৪৭. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. তাজউদ্দীন আহমদ

খ. ক্যাপ্টেন এম মনসুর আলী

গ. খন্দকার মোশতাক

ঘ. এ কে খন্দকার

৪৮. মুজিবনগর সরকারের ডেপুটি চিফ অব স্টাফ কে ছিলেন?

ক. আব্দুর রহমান

খ. খন্দকার মোশতাক আহমেদ

গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার

ঘ. সৈয়দ নজরুল ইসলাম

৪৯. মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’খেতাব অর্জন করা নারী—

i. সুফিয়া কামাল

ii. তারামন বিবি

iii. ডাক্তার সিতারা বেগম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. ‘চরমপত্র’কী?

ক. একটি চিঠি

খ. একটি সাহিত্য পত্রিকা

গ. একটি প্রবন্ধ

ঘ. একটি অনুষ্ঠান

৫১. বঙ্গবন্ধুর সারা জীবনের কর্মকাণ্ডের মূল লক্ষ্য কী ছিল?

ক. বাঙালি জাতির মুক্তি

খ. আন্দোলন করা

গ. অনশন করা

ঘ. নতুন রাষ্ট্র গঠন

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ৪৫.ঘ ৪৬.ক ৪৭.খ ৪৮.গ ৪৯.গ ৫০.ঘ ৫১.ক

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন