এসএসসি ২০২২ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১৩

৩৫. মুক্তিযুদ্ধে নারীরা সাহায্য করেছিলেন—

i. মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে

ii. জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র লুকিয়ে রেখে

iii. মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ কতজন নারী ‘বীর প্রতীক’ খেতাব অর্জন করেন?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

৩৭. মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা সাহায্য করেছিল–

i. মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করে

ii. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদল প্রেরণ করে

iii. মুক্তিযুদ্ধের বিপক্ষে জনমত গঠন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. ‘শিখা চিরন্তন’ স্থাপিত হয় কত সালে?

ক. ১৯৯৫ খ. ১৯৯৬

গ. ১৯৯৭ ঘ. ১৯৯৮

৩৯. মুক্তিযুদ্ধ জাদুঘরের সূচনা ঘটে কত সালে?

ক. ১৯৯৫ খ. ১৯৯২

গ. ১৯৯৭ ঘ. ১৯৯৬

৪০. ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতির কিসের বিজয় ঘটে?

ক. স্বাতন্ত্র্যবাদের

খ. অর্থনৈতিক মুক্তির

গ. জাতীয়তাবাদের

ঘ. স্বায়ত্তশাসনের

৪১. ২৫ মার্চকে কালরাত্রি বলা হয় কেন?

ক. ইয়াহিয়া খান কাজ অসমাপ্ত রেখে ঢাকা ত্যাগ করেছেন বলে

খ. সেদিন অমাবস্যা ছিল বলে

গ. ঘুমন্ত মানুষের ওপর মধ্যরাতে অমানবিক আক্রমণ করা হয়েছে বলে

ঘ. হত্যার নীলনকশা তৈরির জন্য

৪২. ‘অপারেশন সার্চলাইট’ পরিচালিত হয়েছিল কবে?

ক. ৭ মার্চ খ. ২৫ মার্চ

গ. ২৬ মার্চ ঘ. ১০ এপ্রিল

৪৩. মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে গঠিত হয়?

ক. ৪ এপ্রিল খ. ৮ এপ্রিল

গ. ১০ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল

৪৪. মুজিবনগরের পূর্বনাম কী ছিল?

ক. মেহেরনগর

খ. মেহেরপুর

গ. কুষ্টিয়া

ঘ. বৈদ্যনাথতলা

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ক ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক ৪১.গ ৪২.খ ৪৩.গ ৪৪.ঘ

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের গতকালের প্রকাশিত বহুনির্বাচনি প্রশ্ন