Thank you for trying Sticky AMP!!

সপ্তম শ্রেণি – বিজ্ঞান । অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৩১. মাছ কোন অঙ্গের সাহায্যে শ্বসনকার্য চালায়?

ক. ফুসফুস খ. ট্রাকিয়া

গ. ফুলকা ঘ. আঁইশ

৩২. উদ্ভিদের পাতার ছিদ্রপথের নাম কী?

ক. ট্রাকিয়া খ. ট্রাকিড

গ. রক্ষীকোষ ঘ. স্টোমাটা

৩৩. যেসব অঙ্গ শ্বসনকার্য চালানোর কাজে অংশ নেয়, তাদের একত্রে কী বলে?

ক. ব্রঙ্কিওল খ. গঠনতন্ত্র

গ. শ্বসনতন্ত্র ঘ. ব্রংকাই

নিচের চিত্রের আলোকে ৩৪ থেকে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও

৩৪. চিত্রে শ্বসন প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

ক. অক্সিজেন খ. শক্তি

গ. নাইট্রোজেন ঘ. কার্বন

৩৫. এই পরীক্ষায় সেদ্ধ ছোলা ব্যবহারের কারণ—

i. বীজের ভ্রূণ বের হবে না

ii. শ্বসন সংঘটিত হবে না

iii. তাপমাত্রার পরিবর্তন হবে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. চিত্র খ–এর থার্মোফ্লাক্সে থার্মোমিটারের পারদ রেখার পরিবর্তনের কারণ—

i. শ্বসন প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয়

ii. ছোলাবীজের ভ্রূণগুলো বের হওয়ায়

iii. উপজাত হিসেবে কার্বন বের হওয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. শ্বাসনালির মতো গঠন কোনটির?

ক. ব্রঙ্কাইয়ের

খ. ট্রাকিয়ার

গ. ফুসফুসের

ঘ. স্বররজ্জুর

৩৮. বক্ষগহ্বরে কয়টি ফুসফুস থাকে?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. চারটি

৩৯. ফুসফুসের আবরণের নাম কী?

ক. পেরিকার্ডিয়াম

খ. এপিথেলিয়াল

গ. প্লুরা

ঘ. পেরিটোনিয়াম

৪০. কখন বক্ষগহ্বরের আয়তন বাড়ে?

ক. মধ্যচ্ছদা প্রসারিত হলে

খ. শ্বাসযন্ত্র ওপরে উঠলে

গ. মধ্যচ্ছদা সংকুচিত হলে

ঘ. শ্বসন বন্ধ হলে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.গ ৩২.ঘ ৩৩.গ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.ক ৩৮.খ ৩৯.গ ৪০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন