সপ্তম শ্রেণি – বিজ্ঞান । অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

নিচের অনুচ্ছেদ পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও

সালোকসংশ্লেষণ ও শ্বসন হলো উদ্ভিদদেহে সংগঠিত দুটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া। এদের একটিতে গ্লুকোজ উৎপন্ন হয় এবং অপরটিতে গ্লুকোজ জারিত হয়।

২১. প্রথম বিক্রিয়াটি উদ্ভিদদেহের কোথায় ঘটে?

ক. ক্লোরোপ্লাস্টে খ. মাইটোকন্ড্রিয়ায়

গ. রাইবোজোমে ঘ. নিউক্লিয়াসে

২২. উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়ায়—

i. গ্লুকোজ জারিত হয়

ii. অক্সিজেন গৃহীত হয়

iii. দেহের ওজন কমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. কোনটি দ্বারা নিচের চিত্রের প্রাণীটি শ্বাসকার্য চালায়?

ক. ট্রাকিয়া খ. ফুলকা

গ. ত্বক ঘ. ফুসফুস

২৪. শ্বসনের ফলে জীবদেহে কী উৎপন্ন হয়?

ক. শক্তি ও অক্সিজেন

খ. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড

গ. শক্তি ও কার্বন ডাই–অক্সাইড

ঘ. শক্তি ও কার্বন মনোক্সাইড

২৫. শ্বসন প্রক্রিয়া—

i. একটি বিপাকীয় ক্রিয়া

ii. দিনরাত সব সময় ঘটে

iii. সব ক্ষেত্রে CO2 উৎপন্ন হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়—

i. অক্সিজেন

ii. ATP

iii. কার্বন ডাই–অক্সাইড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. শ্বসন প্রক্রিয়া চলাচলে—

i. সব জীব CO2 গ্রহণ করে

ii. জীব CO2 ত্যাগ করে

iii. স্থিতি শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. শ্বসন প্রক্রিয়ার অপর নাম কী?

ক. পরিপাক খ. বিপাক

গ. ব্যাপন ঘ. অভিস্রবণ

২৯. ব্যাকটেরিয়ার শ্বসন অঙ্গ কোনটি?

ক. সমগ্র দেহতল

খ. ফুলকা

গ. ত্বক

ঘ. ফুসফুস

৩০. অঙ্কুরিত ছোলা বীজের পরীক্ষার সাহায্যে শ্বসনের কোন ঘটনা বোঝা যায়?

ক. শর্করা তৈরি খ. গ্লুকোজ তৈরি

গ. তাপ উৎপাদন ঘ. শক্তি উৎপাদন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২০.খ ২১.ক ২২.ক ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.খ ২৯.গ ৩০.ঘ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন