Thank you for trying Sticky AMP!!

স্থগিত হওয়া পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করল দিনাজপুর বোর্ড

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টায় বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী গণিত (১০৯) কোর্সের পরীক্ষা ২২ সেপ্টেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। কৃষিশিক্ষা (তত্ত্বীয়) (১৩৪) বিষয়ের পরীক্ষা ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ অক্টোবর, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) (১৩৬) বিষয়ের পরীক্ষা ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ১৫ অক্টোবর এবং রসায়ন (তত্ত্বীয়) (১৩৭) বিষয়ের পরীক্ষা ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা ১০ থেকে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৬ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।  

গত মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গতকাল বুধবার সকালে ওই বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

Also Read: ৬ বিষয়ের এসএসসি প্রশ্নপত্র ফাঁস, কেন্দ্রসচিবই জড়িত

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মানিক হোসেন বলেন, গতকাল থেকে প্রশ্নপত্র ছাপানোর কাজ শুরু হয়েছে। মোট ৭২ সেট নতুন প্রশ্ন তৈরি হবে। ছাপানো শেষ হলে বোর্ডের প্রতিনিধি যাচাই–বাছাই করবেন। ২৬ সেপ্টেম্বর বিজি প্রেস কর্তৃপক্ষ জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে প্রশ্নপত্র হস্তান্তর করবে। পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসন কার্যালয় থেকে নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র সংশ্লিষ্ট উপজেলায় যাবে। তিনি আরও বলেন, পুরোনো প্রশ্নপত্রগুলো বাতিলের প্রক্রিয়া চলমান। নতুন ৭২ সেট প্রশ্নপত্র তৈরিতে বোর্ডের ৩০ লক্ষাধিক টাকা বাড়তি খরচ হবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া মামলার পাশাপাশি দিনাজপুর শিক্ষা বোর্ড তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার, হারুন অর রশিদ মণ্ডল এবং রংপুর অঞ্চলের শিক্ষা উপপরিচালক আক্তারুজ্জামান।

Also Read: প্রশ্ন ফাঁসে দিনাজপুর বোর্ডের চার বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত

উপপরীক্ষা নিয়ন্ত্রক মানিক হোসেন বলেন, তদন্ত কমিটি তদন্ত পরিচালনার কাজে আজ সকালেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে।