Thank you for trying Sticky AMP!!

দাখিলের ফরম পূরণ শুরু ৩০ অক্টোবর

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

দাখিল পরীক্ষার ফরম পূরণ ৩০ অক্টোবর থেকে শুরু। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। জরিমানাসহ ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। গতকাল বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব কথা জানিয়েছে।

Also Read: বঙ্গবন্ধু স্কলারে আবেদনের সময় বাড়ল, ২২ শিক্ষার্থী পাবেন ৩ লাখ করে টাকা

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে মোট ২ হাজার ৩০৫ টাকা। সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কোরআন বিভাগের পরীক্ষার্থীদের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০ টাকা।

Also Read: ইরানে কিন্ডারগার্টেন–প্রাথমিকে আরবিসহ সব বিদেশি ভাষা শিক্ষা নিষিদ্ধ

এ ছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। আর জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ১০০ টাকা অনুমতি বা তালিকাভুক্তি ফি দিতে হবে।

Also Read: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়ন, যে ৬ দফা নির্দেশনা দিল মাউশি