Thank you for trying Sticky AMP!!

সাত কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা পেছাল

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের আগামীকাল বৃহস্পতিবারের (১২ অক্টোবর) পরীক্ষা পিছিয়েছে। এ পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Also Read: সব বিশ্ববিদ্যালয়ের জন্য ‘একক ভর্তি পরীক্ষা’ নিতে দ্রুত অধ্যাদেশ জারির সুপারিশ ইউজিসির

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের অনার্স প্রথম বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচিতে অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ ও সময়সূচি অনুযায়ী আগামীকালের পরীক্ষা ১১ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

Also Read: কিউএস তালিকা, বিশ্বসেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো

Also Read: গণিত পরীক্ষার সময় আগেও ফিলিস্তিনে যুদ্ধ বেধেছে

গত ২৭ সেপ্টেম্বর সাত কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল। ১২ অক্টোবরের পরীক্ষা পিছিয়ে দেওয়া হলেও ১৬ অক্টোবরের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।