Thank you for trying Sticky AMP!!

চিকিৎসক

ইংল্যান্ডে চিকিৎসকদের প্রশিক্ষণ, আবেদনকারীদের সাক্ষাৎকার ২২ ফেব্রুয়ারি

যুক্তরাজ্যের একাডেমি অব মেডিকেল রয়্যাল কলেজের মেডিকেল ট্রেনিং ইনিশিয়েটিভের (এমটিআই) উদ্যোগে চিকিৎসকেরা দুই বছর মেয়াদে প্রশিক্ষণ পাবেন। এ জন্য বাংলাদেশি চিকিৎসকদের আবেদন করতে হবে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের ২২ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে এ–সংক্রান্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

Also Read: ছড়িয়ে পড়া এসএসসির সময়সূচি শিক্ষা বোর্ডের নয়

পশ্চিম লন্ডনের এনএইচএসের অন্তর্ভুক্ত রয়্যাল কলেজের বাছাই করা অঞ্চলের হাসপাতালগুলোয় নিম্নোক্ত বিশেষত্বে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সেগুলো হলো—
*Accident and Emergency Medicine
*Anaesthetics
*Critical Care
*Obstetrics & Gynaecology
*Ophthalmology
*Paediatrics
*Psychiatry
*Radiology (Clinical and Medical)
*Surgery–including General Surgery, Trauma & Orthopaedics, ENT, Cardiothoracic surgery
(ST 1 level)
*Medicine–including Acute/Internal Medicine, Dermatology, Diabetes & Endocrinology,
Gastroenterology & Hepatology, Genitourinary Medicine, Geriatric Medicine, Haematology,
Infectious Diseases, Neurology, Oncology, Palliative Care Medicine, Renal Medicine,
Respiratory Medicine, Rheumatology, Stroke.
একাডেমি অব মেডিকেল রয়্যাল কলেজের মেডিকেল ট্রেনিং ইনিশিয়েটিভের বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে

Also Read: বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল কানাডা, আগের চেয়ে ব্যাংকে দ্বিগুণ অর্থ দেখাতে হবে

Also Read: কাতারের গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ, আইইএলটিএসে ৬.৫ পেলে আবেদন