কাতারের গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ, আইইএলটিএসে ৬.৫ পেলে আবেদন

কাতারের দোহা ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ’-২০২৪–এ আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্তফাইল ছবি

মধ্যপ্রাচ্যর অন্যতম দেশ কাতার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপ দিচ্ছে। এগুলোর একটি হচ্ছে কাতারের দোহা ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ’–২০২৪। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক বিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স ও সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজ অনুষদভূক্ত যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবেন এ বৃত্তি পেলে।

এ বৃত্তির সুবিধাগুলো—

যেকোনো দেশের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। নির্বাচিত শিক্ষার্থীরা নানা সুবিধা পান। এ স্কলারশিপে সব ধরনের টিউশন ফি মওকুফ পান শিক্ষার্থীরা। এর সঙ্গে আবাসনব্যবস্থা, মাসে উপবৃত্তি, বিমা ও বিমানে যাতায়াতের খরচ খরচও মেলে।

যেকোনো দেশের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এ স্কলারশিপে সব ধরনের টিউশন ফি মওকুফ পান শিক্ষার্থীরা
ফাইল ছবি
আরও পড়ুন

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র—  

*শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে। এ ক্ষেত্রে আইইএলটিএস এ ন্যূনতম ৬ দশমিক ৫ পেতে হবে;

*আইএলটিএস করা না থাকলে টোয়েফেল;

*বিভাগভেদে বিভিন্ন যোগ্যতার মানদণ্ড ওয়েবসাইটে মিলবে;

*কোনো নির্দিষ্ট বয়সের প্রয়োজনীয়তা নেই;

*পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিট;

*দুটি রেফারেন্স লেটার;

*জীবনবৃত্তান্ত;

*একাডেমিক প্রশংসাপত্র।

মানবিক ও সামাজিক বিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিকস ও সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজ অনুষদভূক্ত যেকোনো বিষয় নিয়ে পড়তে পারবেন এ বৃত্তি পেলে
ফাইল ছবি
আরও পড়ুন

আবেদন ফি

আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে