Thank you for trying Sticky AMP!!

প্রবাসী কর্মীদের সন্তানের জন্য সরকারের শিক্ষাবৃত্তি, দেখুন আবেদন পদ্ধতি

প্রবাসের থাকা কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারা অনলাইনে আবেদন করতে পারবে এ বৃত্তির জন্য। অনলাইনে আবেদন শুরু হয়েছে। শিক্ষাবৃত্তির আবেদনের জন্য কিছু শর্তও আছে।

Also Read: জার্মানিতে আইইএলটিএস ছাড়াই পড়ার সুযোগ, বিকল্প পরীক্ষাগুলো কী

শর্তগুলো হলো—

১. বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান;

২. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন—এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

Also Read: বাংলাদেশিদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, প্রয়োজন আইএলটিএসে ৬.৫

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ—

এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য চার বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনটি বিবেচনায় আনা হবে না।

Also Read: শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন অনুদান, আবেদন ৪ ফেব্রুয়ারি থেকে, অর্থ যাবে নগদে

আবেদনের প্রক্রিয়া

সব শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং তার মা/বাবা/অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ৩১ জানুযারি পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবে।

অনলাইনে আবেদনের বিস্তারিত তথ্যর জন্য ক্লিক করুন এ লিংকে

Also Read: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, মাসিক বৃত্তি, বিমান টিকিটসহ নানা সুবিধা