Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৩১. ‘মনিহারি দ্রব্যাদি সম্পদ নয়, খরচ হিসাবে দেখানো উচিত’—এটি কোন নীতি অনুসরণ করে?

ক. বস্তুনিষ্ঠতার নীতি

খ. রক্ষণশীলতার নীতি

গ. ব্যয় সুবিধা সম্পর্ক

ঘ. সামঞ্জস্য নীতি

৩২. রেওয়ামিল কখন তৈরি করা হয়?

ক. বছরের প্রথমে

খ. বছরের মাঝামাঝি

গ. বছরের শেষে

ঘ. নির্দিষ্ট হিসাবকাল শেষে

৩৩. চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে নিচের কোনটি তৈরি করতে হয়?

ক. জাবেদা খ. রেওয়ামিল

গ. খতিয়ান ঘ. নগদান বই

৩৪. প্রারম্ভিক নগদ তহবিল ও প্রারম্ভিক ব্যাংক হিসাব রেওয়ামিলের কোন পাশে বসে?

ক. ডেবিট পাশে খ. ক্রেডিট পাশে

গ. উভয় পাশে ঘ. কোনো পাশে না

৩৫. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?

ক. শুল্ক খরচ খ. ভাড়া খরচ

গ. কমিশন প্রদান ঘ. অফিস খরচ

৩৬. রেওয়ামিল কী?

ক. একটি হিসাব

খ. হিসাবের উদ্বৃত্তের তালিকা

গ. চূড়ান্ত হিসাবের অংশ

ঘ. হিসাবের সহকারী বই

৩৭. কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি?

ক. ভাড়া প্রাপ্তি

খ. কমিশন প্রাপ্তি

গ. নগদ বিক্রয়

ঘ. পুরোনো আসবাব বিক্রয়

৩৮. খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কী বলে?

ক. স্থানান্তরকরণ খ. শ্রেণিবদ্ধকরণ

গ. সংক্ষিপ্তকরণ ঘ. চিহ্নিতকরণ

৩৯. কোনটি মূলধনজাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত?

ক. ঋণের সুদ

খ. মেশিন সংস্থাপন ব্যয়

গ. ভ্রমণ ব্যয়

ঘ. মূলধনের সুদ

৪০. নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন?

ক. কমিশন খ. বাট্টা

গ. অবচয় ঘ. ধারে বিক্রয়

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.ক ৩২.ঘ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)