এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২১. কোন দফাটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?

ক. প্রারম্ভিক মনিহারি মজুত

খ. প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত

গ. সমাপনী মনিহারি মজুত

ঘ. প্রারম্ভিক নগদ তহবিল

২২. আর্থিক বিবরণী তৈরির পূর্বে রেওয়ামিল তৈরি করা হয় কেন?

ক. সময় ও শ্রম হ্রাসের জন্য

খ. লাভ-ক্ষতি জানার জন্য

গ. সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য

ঘ. লাভ-ক্ষতি জানার জন্য

২৩. দুতরফা দাখিলার পদ্ধতি অনুসরণের ফলে কী হয়?

ক. খতিয়ান তৈরি সহজ হয়

খ. রেওয়ামিল তৈরির প্রয়োজন হয় না

গ. রেওয়ামিলের উভয় দিক সমান হয়

ঘ. প্রাথমিক বইয়ের প্রয়োজন হয় না

২৪. রেওয়ামিলের ডেবিট পাশে বসে কোনটি?

ক. যাবতীয় আয় ও সম্পত্তি

খ. যাবতীয় সম্পত্তি ও মূলধন

গ. যাবতীয় দায় ও আয়

ঘ. যাবতীয় সম্পত্তি ও খরচ

২৫. রেওয়ামিল তৈরির মূল উদ্দেশ্য কী?

ক. লেনদেন সারসংক্ষেপে তৈরি

খ. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই

গ. সম্পদ ও দায়ের পরিমাণ জানা

ঘ. আর্থিক ফলাফল নির্ণয়

২৬. জনাব প্রান্ত একজন আসবাব ব্যবসায়ী। তিনি ব্যবসায়ে ব্যবহারের জন্য ৫,০০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করেন। এ ক্ষেত্রে কোন হিসাবটি ডেবিট করতে হবে?

ক. আসবাব খ. ক্রয়

গ. নগদান ঘ. উত্তোলন

২৭. নিচের কোনটি অলীক সম্পত্তি?

ক. ট্রেডমার্ক খ. সুনাম

গ. শেয়ার বাট্টা ঘ. পেটেন্ট

২৮. ডকচার্জ ও শুল্ক কোন ধরনের ব্যয়?

ক. মূলধন জাতীয়

খ. মুনাফা জাতীয়

গ. মূলধনায়িত

ঘ. বিলম্বিত মুনাফা জাতীয়

২৯. নিচের কোনটি দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়?

ক. অনুপার্জিত আয়

খ. নিঃশেষিত ব্যয়

গ. প্রাপ্ত আয়

ঘ. প্রদেয় ব্যয়

৩০. নিচের কোনটি প্রতিষ্ঠানের বহিঃদায় বৃদ্ধি করে?

ক. ধারে ক্রয়

খ. স্থায়ী সম্পদের অবচয়

গ. আয়কর পরিশোধ

ঘ. প্রদেয় বিলের পরিশোধ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.ক ২২.গ ২৩.গ ২৪.ঘ ২৫.খ ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.খ ৩০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)