এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১১. সব খরচ ও সম্পদ রেওয়ামিলের কোন পাশে বসে?

ক. ডেবিট পাশে খ. ক্রেডিট পাশে

গ. উভয় পাশে ঘ. কোনো পাশেই নয়

১২. ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি?

ক. মূলধন খ. পাওনাদার

গ. বকেয়া বেতন ঘ. ব্যাংক ঋণ

১৩. বিমা সেলামি ও শিক্ষানবিশ সেলামি-

ক. দুটির একই অর্থ খ. দুটির অর্থ ভিন্ন

গ. উভয়ই প্রাপ্তি ঘ. উভয়ই খরচ

১৪. কোনটি শুদ্ধ?

ক. রেওয়ামিল হিসাবচক্রের ৪ নম্বর ধাপ

খ. রেওয়ামিল হিসাবচক্রের ৩ নম্বর ধাপ

গ. রেওয়ামিল হিসাবচক্রের ২ নম্বর ধাপ

ঘ. রেওয়ামিল হিসাবচক্রের ১ নম্বর ধাপ

১৫. নিচের কোন হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসবে?

ক . ঋণপত্র

খ. বিনিয়োগের সুদ

গ. শিক্ষানবিশ সেলামি

ঘ. শিক্ষানবিশ ভাতা

১৬. ভুল সংশোধনের পর্যায়—

i. রেওয়ামিল তৈরির পূর্বে

ii. রেওয়ামিল তৈরির পরে

iii. আর্থিক বিবরণী তৈরির পর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. কোনটি রেওয়ামিলের ডেবিট পাশে বসে না?

ক . শিক্ষানবিশ ভাতা

খ. মজুরি

গ. বেতন

ঘ. বকেয়া বেতন

১৮. কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?

ক. প্রাপ্ত কমিশন খ. বিনিয়োগ সুদ

গ. বিক্রয় ঘ. প্রাপ্য সুদ

১৯. হিসাব কার্যক্রমের ধাপ অনুযায়ী কোনটি সঠিক?

ক. জাবেদা-খতিয়ান-রেওয়ামিল

খ. খতিয়ান-জাবেদা-রেওয়ামিল

গ. রেওয়ামিল-জাবেদা-খতিয়ান

ঘ. জাবেদা-রেওয়ামিল-খতিয়ান

২০. নিচের কোন দফাটি সাধারণভাবে রেওয়ামিল বহির্ভূত?

ক. সমাপনী ব্যাংক জমা

খ. প্রারম্ভিক মজুত পণ্য

গ. সমাপনী মজুত পণ্য

ঘ. সমাপনী নগদ তহবিল

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)