Thank you for trying Sticky AMP!!

পৌরনীতি ও নাগরিকতা - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ১

৩১. রাষ্ট্রের উপাদান কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩২. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার পদ্ধতি চালু রয়েছে?

ক. সংসদীয় খ. রাষ্ট্রপতি শাসিত

গ. সমাজতান্ত্রিক ঘ. এককেন্দ্রিক

৩৩. রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কী?

ক. সেনাবাহিনী খ. সরকার

গ. জনগণ ঘ. সার্বভৌমত্ব

৩৪. কোন বয়সের নিচে ভোটদান কিংবা নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করা যায় না?

ক. ১৬ বছরের খ. ১৮ বছরের

গ. ১৯ বছরের ঘ. ২০ বছরের

৩৫. ‘ক’ রাষ্ট্রের জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার রয়েছে। নিচের কোনটি হলে ‘ক’ রাষ্ট্রকে পূর্ণাঙ্গ রাষ্ট্র বলা যাবে?

ক. জনমত খ. সংবিধান

গ. স্বায়ত্তশাসন ঘ. সার্বভৌমত্ব

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ১ | ফিন্যান্স ও ব্যাংকিং - দশম শ্রেণি

৩৬. বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র কোনটি করে থাকে?

ক. বহিঃশক্তির সঙ্গে চুক্তি

খ. বহিঃশক্তির সঙ্গে যুদ্ধ

গ. বহিঃশক্তির সঙ্গে বাণিজ্য

ঘ. বহিঃশক্তির হাত থেকে দেশকে মুক্ত

৩৭. রাষ্ট্র গড়ে ওঠে—

i. গ্রাম নিয়ে

ii. সমাজ নিয়ে

iii. পরিবার নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. টমাস হবস ও জন লক কে ছিলেন?

ক. ফরাসি দার্শনিক

খ. ব্রিটিশ দার্শনিক

গ. ইতালিয়ান দার্শনিক

ঘ. জার্মান দার্শনিক

৩৯. রাষ্ট্রের উৎপত্তি–সম্পর্কিত ঐশী মতবাদটি কোন ধরনের?

ক. আধুনিক মতবাদ

খ. সুপ্রাচীন মতবাদ

গ. গ্রহণযোগ্য মতবাদ

ঘ. মধ্যযুগীয় মতবাদ

৪০. ‘বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন’—এটাকে কোন মতবাদ বলা হয়?

ক. ঐশী মতবাদ

খ. ঐতিহাসিক মতবাদ

গ. বলপ্রয়োগ মতবাদ

ঘ. সামাজিক চুক্তি মতবাদ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.খ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.খ ৩৯.খ ৪০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ১ | ফিন্যান্স ও ব্যাংকিং - দশম শ্রেণি